এডসের সচেতনতা প্রচারে বুধবার খড়্গপুর থেকে পুরুলিয়ায় পৌঁছল রেড রিবন এক্সপ্রেস।
ছিলেন জেলাশাসক অবণীন্দ্র সিংহ, আদ্রা ডিভিশনের ডি আর এম অমিত কুমার হালদার,
অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) হৃষিকেশ মুদি। ট্রেনটি বৃহস্পতিবার
আসানসোলে রওনা দেবে। ছবি: সুজিত মাহাতো। |