টুকরো খবর
ডায়েরিয়ার প্রকোপ গোঘাটের গ্রামে
ডায়েরিয়ার প্রকোপ ছড়িয়েছে গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের বাজুয়া গ্রামের সর্দারপাড়ায়। মঙ্গল ও বুধ দু’দিনে ১৮ জনকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি চিকিৎসকেরা গ্রামে অনেকের চিকিৎসা করছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ জন বলে ব্লক স্বাস্থ্য দফতর সূত্রের খবর। এ দিকে, সরকারি ভাবে ডায়েরিয়ার ওষুধ ঠিকমতো মিলছে না বলে অভিযোগ। কামারপুকুরের বিএমওএইচ দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিক পর্যায়ে ওআরএস জেলা থেকে মিলছে না বললেই চলে। ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে।” মহকুমা হাসপাতালের সুপার নির্মাল্য রায় ডায়েরিয়ার ওষুধের জন্য তদ্বির করতে বুধবার চুঁচুড়ায় জেলা স্বাস্থ্য দফতরে যান। নির্মাল্যবাবু বলেন, “জেলাতেও ওআরএসের প্যাকেট মজুত নেই। স্যালাইনেরও একই অবস্থা। আমাদের হাসপাতালে পুরনো মজুত শেষ।” জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন বলেন, “সমস্যা সমাধানের চেষ্টা চলছে।” স্বাস্থ্য দফতরের কর্তাদের অনুমান, ওই গ্রামের পুকুর এবং পানীয় জলের কলগুলি দূষিত হওয়ার কারণেই ডায়েরিয়া ছড়িয়েছে। পঞ্চায়েত প্রধান সিপিএমের গুণধর মণ্ডল বলেন, “পুকুর দু’টিতে ব্লিচিং পাউডার এবং চুন ছড়ানো হচ্ছে। পানীয় জলের কল দু’টিও শীঘ্রই শোধন করা হবে। কলের গোড়া বাঁধানো হবে।” তাঁর দাবি, “কলের জল প্রতি মাসে পরীক্ষা করাই। খারাপ কিছু মেলেনি।” গোঘাট-১ বিডিও দেবময় বিশ্বাস বলেন, “চিকিৎসকদের পাশাপাশি আশাকর্মীরা গ্রামে গিয়ে কাজ করছেন।”

সচেতনতা শিবির
থ্যালাসেমিয়া সচেতনতা-শিবির হল শালবনির মৌপাল দেশপ্রাণ হাইস্কুলে। মঙ্গল-বুধ, দু’দিন ধরে এই কর্মসূচি চলে। ‘থ্যালাসেমিয়া সোসাইটি অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট’ আয়োজিত শিবিরে বুধবার ২২৪ জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন সদর দক্ষিণ-চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরুণাভ প্রহরাজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া এবং সহ সোসাইটির কর্মকর্তারা।

নতুন চিকিৎসা-পদ্ধতি
মস্তিষ্ক ও মেরুদণ্ডের এন্ডোস্কোপ চালু হল কলকাতার এক স্নায়ু-চিকিৎসাকেন্দ্রে। বুধবার এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্রধান রামপ্রসাদ সেনগুপ্ত জানান, নয়া পদ্ধতিতে মস্তিষ্ক ও মেরুদণ্ডের অস্ত্রোপচারের ঝুঁকি বহু গুণ কমিয়ে আনা যাবে। কমবে হাসপাতালবাসের মেয়াদও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.