তৃণমূলের ব্লক সম্মেলনে গণ্ডগোল ধুবুলিয়ায় |
|
সুস্মিত হালদার, ধুবুলিয়া: ফের মন্ত্রীর সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ল। গত ১০ এপ্রিল বহরমপুর রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের বর্ধিত সভায় মন্ত্রী পূর্ণেন্দু বসুর সামনেই দলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয়ে গিয়েছিল। এ বার রবিবার নদিয়ার ধুবুলিয়ার মুক্তমঞ্চে কৃষ্ণনগর ২ ব্লক সম্মেলনে মঞ্চে কে কে থাকবেন, তা নিয়ে বিতর্ক গড়াল হাতাহাতিতে। ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও দলের জেলা সভাপতি পুণ্ডরীকাক্ষ সাহা। |
|
ভাঙন রুখতে নতুন প্রকল্প |
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: ভাগীরথীর ভাঙন রোধে ইসলামপুর ও চালতাবাড়িতে দু’টি প্রকল্প ঘোষণা করল রাজ্য সেচ দফতরের ভাঙন প্রতিরোধ শাখা। আট কোটির ওই প্রকল্প দু’টি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান সেচ দফতরের কর্তারা। রবিবার সাগরদিঘির গ্রামে ভাঙন পরস্থিতি ঘুরে দেখেন মৎস্যমন্ত্রী সুব্রত সাহা ও সেচ দফতরের কর্তারা। সুব্রতবাবু বলেন, “ভাঙন বহুদিন ধরেই চলছে। বছর খানেক আগে সাময়িক ভাবে সমস্যা মেটানো হয়েছিল। জানুয়ারিতে ফের ভাঙন শুরু হয়েছে। প্রধান সড়কের একাংশ নদীতে তলিয়ে গিয়েছে।” |
|
|
সব্জির মূল্যবৃদ্ধিতে রবিবারেও ফাঁকা বাজার |
|
টুকরো খবর |
|
|