টুকরো খবর
বাসের ধাক্কায় মৃত্যু, অবরোধ
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে জিৎ হাজরা (৬) নামে এক বালকের। বাড়ি নবগ্রামের গোপজান গ্রামে। বহরমপুর লাগোয়া ভাগীরথীর পশ্চিম পাড়ে হাইরোড মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে রবিবার দুপুরে এই দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। পুলিশ জানায়, জিৎ এ দিন হাইরোড মোড়ে রাস্তা পার হতে গেলে উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহণ সংস্থার বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় জিৎ। পুলিশ বাসটি আটক করেছে।

কৃষ্ণনগরে কারামন্ত্রী
রামকৃষ্ণ মিশন ও কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের যৌথ উদ্যোগে রবিবার হয়ে গেল বিবেক মেলা। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। এ দিন সংশোধনাগারের বন্দিরা মন্ত্রীর সামনে আলেকজান্ডার ও যোগী মঞ্চস্থ করেন। এ দিন আঁকা, আবৃত্তির পাশাপাশি আবাসিকদের জন্য ছিল বিতর্কের আয়োজনও।অনুষ্ঠানে ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও।

ছাপ্পান্ন ভোগ। মায়াপুরের ইস্কন মন্দিরে তোলা সুদীপ ভট্টাচার্যের ছবি।

অস্ত্র-সহ ধৃত
অস্ত্র-সহ শনিবার রহিমবক্স ওরফে গোবরা নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বাড়ি তেহট্টে। তার কাছ থেকে পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে মুরসেলিম শেখ (২৬) নামে এক যুবকের। বাড়ি সাহাজাদপুর গ্রামে। শনিবার সুতির কানুপুর-বহুতালি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে রুমিজা বিবি (১৯) নামে এক তরুণীর। শনিবার রঘুনাথগঞ্জে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তিনি মারা যান।

দিনভর বৃষ্টি। বহরমপুরে ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.