টোলট্যাক্স কমানোর দাবিতে কানকির অসুরাগর এলাকায় টোল গেটের সামনে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন উত্তরবঙ্গের চার জেলার বাস মালিক সংগঠনের সদস্যরা। সোমবার সকালে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, ও দার্জিলিং জেলার বেসরকারি বাস মালিক সংগঠনের সদস্যরা প্রায় ২ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী ২০ জুন টোলট্যাক্স কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আশ্বাস পাওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুবিমল পাল বলেন, “দুই পক্ষের সঙ্গে আলোচনা হবে। খুব দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে যতদিন পর্যন্ত বৈঠক না হচ্ছে ততদিন ৭০ টাকা করে টোলট্যাক্স দেবেন বাস মালিকেরা।” বাস মালিক, শ্রমিকেরা একসঙ্গে উত্তরবঙ্গ বাস মালিক ও শ্রমিক যৌথ মঞ্চ তৈরি করেছেন। কমিটির আহ্বায়ক অশোক চন্দ বলেন, “ঠিক হয়েছিল প্রতিদিন একবার বাস আসা-যাওয়ার জন্য ৭০ টাকা নেওয়া হবে। এখন তা ১৫০ টাকা করে দেওয়া হয়েছে। এইভাবে টোলট্যাক্স বাড়িয়ে দেওয়ায় বাস মালিকদের আরও সমস্যা পড়তে হয়েছে।” আলোচনার মাধ্যমে দাবিপূরণ না হলে ফের বড় মাপের আন্দোলনে নামা হবে বলে অশোকবাবু হুমকি দিয়েছেন।
|
সিপিএমের ১২ ও কংগ্রেসের ৮ সদস্যকে ‘পাশে পেয়ে’ মালদহের কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতি ‘দখল করল’ তৃণমূল। সোমবার ২০-১৬ ভোটে কংগ্রেসকে হারিয়ে নতুন সভাপতি হয়েছেন সুধীর মণ্ডল। তিনি বলেন, “আমি ও এই পঞ্চায়েত সমিতির আরও ১১ সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করেছি।’’ কংগ্রেসের ৮ সদস্যও তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন করেছেন। মালদহ জেলা তৃণমূল সভাপতি মন্ত্রী সাবিত্রী মিত্র অবশ্য বলেন, “সিপিএমের ১২ জন ও কংগ্রেসের ৮ জন সদস্য স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিতে চেয়েছেন। তাঁদের পাশে পেয়ে আমরা ওই পঞ্চায়েত সমিতি দখল করেছি।” মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলেন, “তৃণমূল মুখে জোটের কথা বলছে। আর পিছন থেকে কংগ্রেসকে ভাঙতে চাইছে। এটা বিশ্বাসঘাতকতার রাজনীতি।” সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “দলের নির্দেশ না মেনে তৃণমূলের পাশে দাঁড়ানোয় ওই পঞ্চায়েত সমিতিতে আমাদের ১২ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হবে।” এই পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩৯। কংগ্রেসের দখলে ছিল তার মধ্যে ২৪টি। সিপিএমের হাতে ছিল ১৫টি। সভাপতি ছিলেন কংগ্রেসের দিলীপ মণ্ডল। ৩০ এপ্রিল অনাস্থা ভোটে তিনি অপসারিত হন।
|
সরকারি নির্দেশিকা অনুয়ায়ী নির্দিষ্ট নম্বর পেলেও সুনীতি অ্যাকাডেমি থেকে মাধ্যমিক পাশ করা ছাত্রীরা স্কুলে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ। সোমবার ছাত্র পরিষদ প্রধানশিক্ষিকাকে স্মারকলিপি দেয়। ছাত্র পরিষদের জেলা সভাপতি অরিন্দম দে’র অভিযোগ, শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী কোনও স্কুলের ছাত্রী মোট ৭০ শতাংশ নম্বর ও বিজ্ঞান বিষয়ে ৭৫ শতাংশ নম্বর পেলে ওই স্কুলে বিজ্ঞান বিষয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। কিন্তু সুনীতি অ্যাকাডেমি কর্তৃপক্ষ মেধা তালিকা করে একাদশে ভর্তির ব্যবস্থা করায় নির্দিষ্ট নম্বর নিয়েও অনেকে একাদশে ভর্তির সুযোগ পাচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষিকা চিত্রলেখা ঘোষ বলেন, “একাদশে বিজ্ঞান বিভাগে আসন ৫৫। কিন্তু নির্দেশিকার মাপকাঠি মেনে তার চেয়ে বেশি সংখ্যক ছাত্রী পাশ করেছে। অনেকেই বিজ্ঞান নিয়ে ভর্তি হতে চাইছে। সমস্যা মেটানোর চেষ্টা চলছে।”
|
হাইড্রেনে পড়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত আবদার হোসেন (৪০)-এর বাড়ি কোচবিহারের কলাবাগানে। রবিবার রাতে বাড়ির কাছে হাইড্রেনের কালভার্টের ওপর বসেছিলেন তিনি। আচমকা পড়ে গিয়ে জলে তলিয়ে যান ওই ব্যক্তি।
|
বেআইনি জমি দখল, ইন্দিরা আবাসের ঘর বণ্টন-সহ ১৫ দফা দাবিতে বিডিকে স্মারকলিপি দিল এসইউসি-র সারাভারত কৃষক সভার সদস্যরা। সোমবার দুপুরে সংগঠনের তরফে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে গোয়ালপোখর থানায় স্মারকলিপি-সহ অবস্থান বিক্ষোভ হয়।
|
সরকারি নির্দেশিকা অনুয়ায়ী নির্দিষ্ট নম্বর পেলেও সুনীতি অ্যাকাডেমি থেকে মাধ্যমিক পাশ করা ছাত্রীরা স্কুলে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ। সোমবার ছাত্র পরিষদ প্রধানশিক্ষিকাকে স্মারকলিপি দেয়। প্রধান শিক্ষিকা চিত্রলেখা ঘোষ বলেন, “বিজ্ঞান বিভাগে আসন ৫৫। কিন্তু তার চেয়ে বেশি সংখ্যক ছাত্রী পাশ করেছে। অনেকেই বিজ্ঞান নিয়ে ভর্তি হতে চাইছে। সমস্যা মেটানোর চেষ্টা চলছে।” |