বেআইনি অভিযোগ তুলে একটি একতলা ভবনের কাজ বন্ধ করে দিল পুরসভা। সোমবার দুপুরে শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চানাপট্টিতে ওই ভবন তৈরির কাজ চলছিল। পুরসভা সূত্রে খবর, ওই ভবনটি এলাকার এক বাসিন্দার। তার তিন তলা বাড়ির পিছনেই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। কিন্তু ভবন তৈরির জন্য কোনও পরিকল্পনা পুরসভাতে জমা দেওয়া হয়নি। পুরসভার বিল্ডিং বিভাগের মেয়র পারিষদ সীমা সাহা বলেন, “বিষয়টি নিয়ে আগে একবার সতর্ক করা হয়েছিল বাড়ির মালিককে। তার পরেও তিনি ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন। এদিন খবর পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পুরসভা সূত্রের খবর, ওই ভবনের কাজ শুরুর কিছুদিন পর পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা সেখানে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। সেই সময় বাড়ির মালিক টিনের চাল দিয়ে ঘর তৈরি করার কথা জানায়। কিন্তু পুর কর্মীরা চলে যাওয়ার তিনি ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন। এদিন স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের কাছে বিষয়টি জানতে পেরে পুরসভার তরফে কাজ বন্ধ করে দেওয়া হয়। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা নাথ বলেন, “বেআইনি ভাবে ভবন তৈরি করায় কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা।”
|
তারবান্দা উচ্চ বিদ্যালয়ে প্রশাসক নিয়োগের দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। সোমবার ওই সংগঠনের তরফে শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তবের হাতে ওই স্মারকলিপি দেওয়া হয়। পরে শিলিগুড়ি শিক্ষা জেলার স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) হাতেও ওই স্মারকলিপির প্রতিলিপি তুলে দেন। সংগঠনের অভিযোগ, একটি মামলার কারণে গত তিন বছর ধরে তারবান্দা উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমিতির নির্বাচন বন্ধ রয়েছে। স্কুলে কোনও প্রশাসক নিয়োগ করাও হয়নি। ফলে স্কুলের সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, “উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্কুলের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন। টাকা বরাদ্দ হলেও প্রশাসক না থাকায় তা খরচ করতে পারছে না। এই অবস্থা চলতে থাকলে স্কুল পিছিয়ে যাবে। মহকুমাশাসককে সব জানিয়েছি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’’ এ ছাড়াও একাদশ শ্রেণিতে ভর্তির সমস্যা সমাধান এবং মিডডেমিলে নজরদারি বাড়ানোর দাবিও তুলেছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি।
|
বারবার পঞ্চায়েত-প্রশাসনে দাবি জানিয়েও কাজ না হওয়ায় স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থা করলেন গ্রামবাসীরা। সোমবার ফাঁসিদেওয়ার বিধাননগরের মিলনপল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। মিলনপল্লি নাগরিক কমিটির পক্ষে সমীর সরকার জানান, গত কয়েক বছর ধরে ওই এলাকায় একমাত্র চলাচলের কাঁচা রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। চলাচল করা যায় না। শনিবার থেকে টানা বৃষ্টির ফলে রাস্তাটি আরও বেহাল হয়ে উঠে। রাস্তায় জল উঠে যায়। ওই এলাকায় একটি গার্লস স্কুল রয়েছে। নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় সাপও ওঠে আসে। ছেলেমেয়েরা ভয়ে স্কুলে যেতে পারে না। তিনি বলেন, “ওই এলাকায় চলাচলের তিনটি রাস্তা জাতীয় সড়কে গিয়ে মিশেছে। তিনটি রাস্তারই একই অবস্থা। এ দিন আমরা গ্রামবাসীরা স্বেচ্ছায় শ্রম দিয়ে রাস্তাটি সংস্কার ও নিকাশির ব্যবস্থা করে দিয়েছি।” এলাকার গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের মনোরঞ্জন রায় বলেন, “গত বছর আমরা পঞ্চায়েত থেকে রাস্তাটি সংস্কার ও নিকাশির ব্যবস্থা করেছি। তারপর ওই অভিযোগ উঠল কেন খোঁজ নিয়ে দেখছি।”
|
সরকারি নির্দেশিকার পরেও মাধ্যমিকে সার্বিক ভাবে ৭০ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৭৫ শতাংশ নম্বর পেয়ে পাস করলেও অনেককে শিলিগুড়ি গার্লস স্কুলে ভর্তি করানো হয়নি বলে অভিভাবকেরা অভিযোগ তুলেছেন। সোমবার অভিভাবকেরা স্কুলে গিয়েও কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে বিজ্ঞান বিভাগে ৭৩টি আসন রয়েছে। ভর্তির জন্য আবেদন করেছেন ১১৩ জন। ৯ জন বাইরের। বাকিরা স্কুলের। স্কুল পরিচালন সমিতির সম্পাদক জয়ন্ত কর বলেন, “আমরা চাই সবাই ভর্তি হোক। আসন কম থাকায় সমস্যা তৈরি হয়েছে। সমস্যা মেটাতে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে।”
|
জমি খতিয়ান, দাগ নম্বর-সহ অন্যান্য তথ্য বাসিন্দারা যাতে সহজেই জানতে পারেন সে ব্যাপারে উদ্যোগী মাটিগাড়া ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দফতর। সোমবার মাটিগাড়ায় ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দফতরে ওই কাজের জন্য বিশেষ কাউন্টার চালু করা হল। উদ্বোধন করেন দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন। জেলার মধ্যে ওই ব্লকেই প্রথম এই ব্যবস্থা চালু হল। ব্লক ভূমি সংস্কার আধিকারিক মাণিক সরকার বলেন, “ব্লকের কেউ জমি সংক্রান্ত তথ্য জানতে চাইলে তখনই জানতে পারবেন। অনেকে জমি কেনার আগে কোনও জমির ব্যাপারে বিস্তারিত জানতে চান। সে জন্য তাদের আর অপেক্ষা করতে হবে না। নির্দিষ্ট নিয়মে আবেদন করলে সেই দিনই সমস্ত কিছু তাদের জানিয়ে দেওয়া হবে।” |