২৮ মে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। নানা দাবি-দাওয়া, প্রাপ্তি-প্রত্যাশার বিষয় ওঠে সেই আলোচনায়। অংশগ্রহণকারী পাঠকদের তরফে জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে সন্ধ্যার পরে সরকারি বাস চালানোর আর্জি জানানো হয়। সম্প্রতি তা চালু হয়েছে। এর পর মন্ত্রীর উদ্যোগে তিন সপ্তাহের মাথায় ১৯ জুন বিকেল ৫টা থেকে নতুন একটি বাস চালানোর কথা ছিল। এক দিন আগে সেই বাসটি চালু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
সোমবার বিকেল ৫টায় মালবাজার-শিলিগুড়ি বাসটি সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন এনবিএসটিসির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার থেকে বাসটি শিলিগুড়ি ডিপো থেকে মালবাজার হয়ে সামসিঙ যাতায়ত শুরু করবে। ৩২ জনের আসনবিশিষ্ট বাসটি শিলিগুড়ি ডিপো থেকে ভোর ৬টা ৩০ এ ছ়েড়ে যাবে। এর পর মাঝখানে দুবার সামসিঙ-শিলিগুড়ি রুটে যাতায়াত করার কথা। সন্ধ্যা সাড়ে ৫টায় বাসটি মালবাজার থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হবে। শিলিগুড়ি থেকে সামসিঙের ভাড়া ৪৫ টাকা এবং শিলিগুড়ি-মালবাজারের ভাড়া ২৮ টাকা করা হয়েছে। সামসিঙ এলাকার সাধারণ বাসিন্দারাও বাস চলার খবরে উচ্ছ্বসিত। |
ভাল উদ্যোগ। কিন্তু শিলিগুড়ি থেকে সন্ধ্যার পরে মালবাজার ফেরার বাসও দরকার
সুপ্রতিম সরকার, পুর চেয়ারম্যান,
মালবাজার
এর ফলে আমাদের সামসিং ও লাগোয়া এলাকার ১০টি চা বাগানের বাসিন্দারা উপকৃত হবেন।
সুজন লামা, সামসিং
|
“বর্ষায় নিত্যযাত্রীদের অসুবিধে বেড়েছে। সে কথা মাথায় রেখেই এক দিন আগে ১৮ জুন বাসটি চালানো শুরুর নির্দেশ দিই। সামসিং, মেটেলি, চালসার বাসিন্দারাও উপকৃত হবেন। মালবাজারের ডিপোর জন্য বরাদ্দ অব্যবহৃত যে জমি পড়ে তা ব্যবহার করা হবে। শিলিগুড়ি থেকে সন্ধ্যার পরে মালবাজারের ফেরার বাস চালানোর নিয়ে ভাবছি।” |