পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষায় পাশ করে প্যানেলভুক্ত হয়েও যাঁরা সরকারি চাকরির নিয়োগপত্র পাননি, তাঁদের সমস্যা নিয়ে বিধানসভায় সরব হবে বিরোধী বামফ্রন্ট। বিধানসভার বাইরেও এই প্রশ্নে আন্দোলন শুরু হতে চলেছে। চাকরি-প্রত্যাশী ভুক্তভোগীরা ‘অধিকার রক্ষা মঞ্চ’ গড়ে ২৩ জুন রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতীকী অবস্থানে বসবেন। সেই অবস্থান-মঞ্চে ‘সহমর্মিতা’ জানাতে বাম বিধায়কেরা উপস্থিত থাকবেন বলে বামফ্রন্টের পরিষদীয় নেতৃত্বের তরফে ভুক্তভোগীদের ‘আশ্বাস’ দেওয়া হয়েছে। বিষয়টি বিধানসভায় তুলতে চাইছে সরকারের জোট-শরিক কংগ্রেসও।
পিএসসি-এ পাশ করে প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ না-পাওয়ায় এর আগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগীরা। প্যানেলভুক্ত হয়েও চাকরিতে ডাক পাননি, এমন প্রার্থীর সংখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে-থাকা স্বাস্থ্য দফতরেই দু’হাজার ৮১৭ জন! এই প্রশ্নে সরকারকে চেপে ধরার সুযোগ ছাড়তে চাইছে না বিরোধী বামফ্রন্ট। শাসক জোটের অন্দরে সাম্প্রতিক সমীকরণের প্রেক্ষিতে সরকারের শরিক কংগ্রেসও চাইছে এই নিয়ে বিধানসভার অন্দরে সরব হতে। ভুক্তভোগীরা তাদের মঞ্চের তরফে সরকারি মুখ্য সচেতক তথা তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের দফতরেও যোগাযোগ করেছেন। তবে বামফ্রন্ট এবং কংগ্রেসের ‘যোগ’ থাকায় এই বিষয়ে তৃণমূল ‘সহযোগিতা’য় রাজি হবে কি না, তা-ই দেখার। চাকরি-প্রত্যাশীদের মঞ্চের প্রতিনিধিরা সোমবারই বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্টের মুখ্য সচেতক বিশ্বনাথ কারক, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক পরেশ অধিকারী, অক্ষয় ঠাকুরদের সঙ্গে দেখা করেন। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যবাবু আগেই অবহিত। এ বার বাম বিধায়কেরা প্যানেলভুক্তদের সমস্যার কথা বিধানসভায় তুলবেন। রানি রাসমণি অ্যাভিনিউয়ে ২৩ তারিখের অবস্থানে চাকরি-প্রত্যাশীরা ‘প্রতীকী’ অর্থে জুতো পালিশ করবেন, ভিক্ষার থালা নিয়ে বসবেন। সেই অবস্থানেও বাম বিধায়কেরা হাজির থাকবেন। |