দূরশিক্ষার পিএইচডি গ্রাহ্য নয় শিক্ষকতায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দূরশিক্ষার মাধ্যমে করা পিএইচ ডি কলেজ সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গ্রাহ্য হবে না বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। এর আগেই দেশের সর্বোচ্চ আদালত একটি রায়ে বলেছিল, দূরশিক্ষায় পিএইচ ডি প্রথাগত পিএইচ ডি-র সমতুল নয়। সুপ্রিম কোর্টের ওই রায়কে সামনে রেখেই বিচারপতি গিরীশ গুপ্ত ১০ জন আবেদনকারীর আবেদন নাকচ করে বলেন, রাজ্য কলেজ সার্ভিস কমিশন আবেদনকারীদের শিক্ষক পদে নিয়োগ না করে বেআইনি কাজ করেনি। সুপ্রিয়া বর্মন-সহ দশ আবেদনকারী কলকাতা হাইকোর্টে মামলা করে বলেন, তাঁদের কলেজ শিক্ষক পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা রয়েছে। সুপ্রিয়াদেবীর বক্তব্য, তিনি পদার্থবিদ্যায় বি এসসি অনার্স, এম এসসি এবং পিএইচ ডি। তবে তাঁর পিএইচ ডি তামিলনাড়ুর সালেমের বিনায়ক মিশন বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে। ওই বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাঁদের পিএইচ ডি যে কোনও বিশ্ববিদ্যালয়ের সমতুল। সুপ্রিয়া দেবী-সহ অন্যেরা কলেজ সার্ভিস কমিশনে আবেদন করলে তাঁদের সাক্ষাৎকারে ডাকা হয়। কিন্তু প্যানেল তৈরির সময় তাঁদের সব ডিগ্রি বিবেচিত হয়নি। কমিশনের পক্ষে আইনজীবী পুলক মণ্ডল বলেন, কলেজ শিক্ষক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর পরীক্ষায় ৫৫% নম্বর বাধ্যতামূলক। তবে পিএইচ ডি থাকলে শিক্ষক পদে চাকরি পাওয়ার প্রতিযোগিতায় ওই প্রার্থী কিছুটা এগিয়ে থাকেন। রাজ্য কলেজ সাভির্র্স কমিশন কলেজ শিক্ষকের পদে দূরশিক্ষার মাধ্যমে পাওয়া পিএইচ ডি গ্রাহ্য করে না।
|
বিদ্যুৎ তৈরিতে এ বার ইজরায়েলের প্রযুক্তি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহাকরণে ইজরায়েলের রাষ্ট্রদূত এলোন উসফেজের সঙ্গে
অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবার। —নিজস্ব চিত্র |
জল কম খরচ করে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে ইজরায়েলের সহায়তা নেবে রাজ্য। সোমবার ইজরায়েলের রাষ্ট্রদূত এলোন উসফেজ মহাকরণে আসেন। কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিদ্যুৎ ছাড়াও আরও কয়েকটি বিষয়ে পারস্পরিক সহায়তা নিয়েও দু’পক্ষের আলোচনা হয়েছে। বৈঠকের পরে অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ইজরায়েলের রাষ্ট্রদূত। উসফেজ এ দিন জানান, খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। কৃষি, পশুপালন, খাদ্য প্রক্রিয়াকরণ-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহায়তার বিষয়ে কথা হয়েছে। পরে অর্থমন্ত্রী বলেন, “ইজরায়েলের একটি সংস্থা কম জলের ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ব্যাপারে উল্লেখযোগ্য কাজ করছে। মুখ্যমন্ত্রী এ রাজ্যে ইতিমধ্যেই ‘জল ধরো, জল ভরো’ প্রকল্প চালু করেছেন। কী ভাবে আরও বেশি জল ধরা যায় এবং কম জলের ব্যবহারে কীভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, সেই প্রযুক্তির ক্ষেত্রে ইজরায়েলের সহায়তা প্রয়োজন।” এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে নিযুক্ত ইজরায়েলের কনসাল হর্ষ নেওটিয়া-ও।
|
বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপি বৃত্তি-শিক্ষকদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বকেয়া আট মাসের বেতনের এবং মাস পয়লা বেতনের দাবিতে বৃত্তিমূলক শিক্ষা অধিকর্তার কাছে সোমবার স্মারকলিপি দিল ‘অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স এন্ড ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসন’। অভিযোগ, ২০০৬-এ থেকেই বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও প্রশিক্ষকদের আট-ন’মাসের বেতন বাকি থাকছে। বৃত্তিমূলক শিক্ষা অধিকর্তাকে বিষয়টি জানিয়েও লাভ হয়নি। পার্ক সার্কাসে ‘ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং’-এর সামনে জড়ো হয়ে অধিকর্তাকে স্মারকলিপি দেন বিভিন্ন জেলার কয়েকশো শিক্ষক এবং প্রশিক্ষক। তাঁরা সকলেই ওই শিক্ষক সংগঠনের সদস্য। সংগঠনের সম্পাদক সোমেন তালুকদার বলেন, “বকেয়া ছাড়াও দাবি, মাসপয়লা বেতন দিতে হবে।” শিক্ষক-প্রশিক্ষকদের সমস্যা ও দাবিদাওয়া সম্পর্কে মন্তব্য করতে চাননি অধিকর্তা প্রদীপ চক্রবর্তী। তবে কারিগরি শিক্ষা দফতরের সচিব সতীশ তিওয়ারি বলেন, “এই শিক্ষকেরা চুক্তির ভিত্তিতে নিযুক্ত। এঁদের বেতন বৃত্তিমূলক শিক্ষা দফতরের মাধ্যমে পৌঁছয় স্কুল কিংবা কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষের হাতে। তাই শিক্ষকদের বেতন পেতে দেরি হয়।” |