ফুটবল লিগ শুরু হল বনগাঁয় |
বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হল। রবিবার বনগাঁ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রথম খেলায় মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এবং দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা বৈজয়ন্ত ক্লাব। ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হয়। উভয় দলই প্রথমার্ধে ১টি করে গোল করে। ২২ মিনিটের মাথায় উজ্জ্বল বিশ্বাসের গোলে এগিয়ে যায় বৈজয়ন্ত। ৯ মিনিট পরে প্রতাপগড়ের হয়ে সমতা ফেরান মশিয়ার বিশ্বাস। ম্যাচটি পরিচালনা করেন রামকৃষ্ণ ঘোষ।
প্রথম বিভাগে ১৪টি দলকে ২টি গ্রুপে ভাগ করে খেলা হবে। প্রতি বিভাগ থেকে দু’টি দল সেমিফাইনালে উঠবে। দ্বিতীয় বিভাগ লিগ শুরু হবে ১৯ জুন থেকে। লিগকে আকর্ষণীয় করে তুলতে মহকুমা ক্রীড়া সংস্থা সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় বসবাসকারী ৩ জন খেলোয়াড় একটি দলে খেলতে পারবেন। আগে মহকুমার বাইরে থেকে খেলোয়াড় নিতে পারত না কোনও দল।
মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্য বলেন, “প্রতিটি ম্যাচে এ বার মাঠে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকবেন। থাকবে অ্যাম্বুল্যান্সও। এই ব্যবস্থা আগে ছিল না।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য, কার্যকরী সভাপতি সুব্রত বক্সি, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ প্রমুখ।
|
গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ও সোনার গয়না চুরির অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার মণ্ডলপাড়া-মতুয়াধাম এলাকায়। বাড়ির মালিক সুদীপ বিশ্বাস থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত হচ্ছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক স্কুলের শিক্ষক সুদীপবাবু রাত দু’টো নাগাদ খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। সকালে তাঁর মা শৈলবালা দেবী দেখেন ঘরের আলমারি খোলা, জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। সুদীপবাবুর অনুমান, ঘরের পিছনের জানলার ছিটকিনি খুলে চোর ঢুকেছিল।
|
কানে ফোন,ট্রেনের ধাক্কায় মৃত্যু তরুণের |
মোবাইলের হেডফোন কানে দিয়ে লেভেল ক্রশিং পেরোবার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার খড়দা রেল স্টেশনের কাছে ৯ নম্বর রেল গেটে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম প্রতীপ মজুমদার (১৮)। তিনি একটি বেসরকারি কলেজে পড়েন। রেল পুলিশ জানায়, ছাত্রটি ৯ নম্বর রেল গেটের ফাঁক দিয়ে গলে রেল লাইন পেরোবার চেষ্টা করছিলেন। কানে হেডফোন থাকায় শুনতে পাননি যে ওই লাইন দিয়ে তখন আপ ভাগিরথী এক্সপ্রেস ছুটে আসছে। সেই ট্রেনটিই ধাক্কা মারে তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |