টুকরো খবর |
প্রলোভন দেখিয়ে গয়না নিয়ে চম্পট, তদন্তে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিকের স্ত্রীর কাছ থেকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপনগরীর আবাসনে। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রের ওই অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি বিভাগের ম্যানেজার মাহরুফ হোসেন সপরিবারে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন উপনগরীর আবাসনে থাকেন। রবিবার সকালে চারজন ব্যক্তি ধর্মীয় অনুষ্ঠানের জন্য চাঁদা চাইতে ওই আবাসনে আসেন। সেই সময় মাহরুফবাবুর স্ত্রী রসিকা বেগম ও বাড়ির পরিচারিকা ছিলেন। রসিকা টাকা দেওয়ার পর চাঁদা আদায়কারীদের এক জন বাড়ির সমস্যা সমাধানের প্রলোভন দেখান। এরপর রসিকা তাঁদের পরামর্শ মত একটি পাত্রে চাল ভরে দেন। রসিকার ব্যবহৃত গয়না শুদ্ধকরণের জন্য গয়নাগুলি চালের পাত্রে রেখে মন্ত্র আওড়ান তাঁরা। পরে বাড়ির ভিতর গয়না সহ চালের পাত্র রাখতে যান। বিকালে ফিরে আসার পর ওই পাত্র খোলার কথাও বলেন। কিন্তু তারপর আর তাঁরা ফেরেননি। সন্দেহ হওয়ায় রসিকা পাত্র খুলে দেখেন সোনা নেই। বাড়ি ফিরে ওই ঘটনা জানতে পেরে ওই আধিকারিক কোলাঘাট থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
|
বিদ্যুৎ দফতরে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ব্যাপক হারে লোডশেডিং এবং বিদ্যুৎ গ্রাহক হতে চেয়ে টাকা জমা দিয়েও সংযোগ না পাওয়ার প্রতিবাদে নন্দীগ্রাম বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সমর্থকরা। সোমবার সকাল ১১টা নাগাদ প্রায় ৫০ জন সমর্থক মিছিল করে নন্দীগ্রামের হাসপাতাল মোড় থেকে বটতলায় বিদ্যুৎ দফতরের অফিসে আসেন। সেখানকার সভায় বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য কমিটির সদস্য তথা এসইউসি নেতা নন্দ পাত্র অভিযোগ করেন, “গত কয়েক সপ্তাহ ধরে নন্দীগ্রামে প্রতিদিন ঘন ঘন লোডশেডিং হচ্ছে। ফলে দুর্ভোগ বাড়ছে বাসিন্দাদের। অথচ বিদ্যুৎ দফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না।” তাঁর আরও অভিযোগ, “নন্দীগ্রামের মনুচক, দুর্গাপুর, গোপীমোহনপুর, কেন্দেমারি গ্রাম-সহ বেশ কিছু এলাকার বাসিন্দা বিদ্যুৎ গ্রাহক হওয়ার জন্য কয়েক মাস আগে টাকা জমা দিলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।” রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির নন্দীগ্রাম অফিসের স্টেশন ম্যানেজার প্রণবেশ মাঝি বলেন, “লোডশেডিংয়ের সমস্যা মেটাতে নন্দীগ্রামের টেঙ্গুয়াতে নতুন সাব-স্টেশন তৈরির কাজ চলছে। ওটি চালু না হওয়া পর্যন্ত সমস্যা মিটবে না। বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে সব এলাকায় আরও খুঁটি প্রয়োজন সেখানে কিছুটা দেরি হচ্ছে।”
|
২৬ জুন হলদিয়ায় নতুন পুরবোর্ড গঠন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আগামী ২৬ জুন, সোমবার হলদিয়া পুরসভায় নতুন বোর্ড গঠন হতে চলেছে। এ দিনই পুর-এলাকার ২৬ জন কাউন্সিলর শপথ গ্রহণ করে দায়িত্বভার হাতে নেবেন। ৫ জুন পুরভোটের ফল প্রকাশের পর থেকেই শিল্পনগরী জুড়ে নতুন পুরবোর্ড গঠন নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। যদিও বামেরা পুনরায় ক্ষমতা দখল করার পরে গত মঙ্গলবারই দলীয় বৈঠক করে আগের পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ ও উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিককে ওই পদের জন্য বেছে নিয়েছেন। সোমবার পুরসভার সভাগৃহে এই অনুষ্ঠান হবে। মহকুমাশাসক শিল্পা গৌরিসারিয়া বলেন, “পুর-প্রতিনিধিদের ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়েছে। সেদিনই বোর্ড গঠন করা হবে।”
|
স্কুলে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা •এগরা |
রবিবার ভগবানপুর-১ ব্লকের নব অনন্তপুর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৫ টিতে জিতল সিপিএম। অন্য আসনটি পান তৃণমূল ও কংগ্রেস জোটের এক কংগ্রেস কর্মী। গতবার এই সমিতি তৃণমূলের দখলে ছিল। তৃণমূলের দাবি, প্রার্থীসংখ্যা বেশি থাকায় এবং দলীয় প্রার্থী নিয়ে সমর্থকরা সম্মত না হওয়ায় এই বিপর্যয়। অন্য দিকে, গতবার তৃণমূল পরিচালিত সমিতির ব্যর্থতা ও দুর্নীতির জন্য মানুষ বামেদের ভোট দিয়েছেন বলে সিপিএমের দাবি।
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়নের দু’দিন ব্যাপী চতুর্থ ত্রিবার্ষিক জেলা সম্মেলন শেষ হল রবিবার। কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন অর্ধেন্দুশেখর মহাপাত্র, সংগঠনের জেলা সম্পাদক আবদুল মামুদ, রাজ্য সহ-সভাপতি হিমাংশু রায়। বাসুদেব দাসকে সভাপতি, অলক প্রধানকে সম্পাদক করে ২১ জনের কমিটি গঠন হয় সম্মেলনে।
|
জয়ী সিপিএম |
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের হারল তৃণমূল। রবিবার ভগবানপুর-১ ব্লকের নব অনন্তপুর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৫ টিতে জিতে যায় সিপিএম। অন্য আসনটি পান তৃণমূল ও কংগ্রেস জোটের এক কংগ্রেস কর্মী। গতবার এই সমিতি তৃণমূলের দখলে ছিল। তৃণমূল পরিচালিত সমিতির ব্যর্থতা ও দুর্নীতির জন্য মানুষ বামেদের ভোট দিয়েছেন বলে সিপিএমের দাবি। |
|