টুকরো খবর |
নিয়ে বৈঠকে পুনর্বাসনের দাবি ভাটা মালিকদের |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
উত্তরপাড়ায় ফিল্ম সিটি নিয়ে সোমবার শ্রীরামপুরে হুগলি জেলা প্রশাসনের বৈঠক হয়ে গেল। ওই বৈঠকে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা ছাড়াও প্রস্তাবিত ওই প্রকল্পের জমিতে যে সব ইটভাটার মালিকেরা রয়েছেন তাঁদের ডাকা হয়।
প্রশাসন সূত্রের খবর, উত্তরপাড়ার কোতরং এলাকায় গঙ্গার পাড়ে মোট ৪০০ বিঘা জমি রয়েছে। ওই জমিতে রাজ্য সরকারের প্রস্তাবিত ফিল্ম সিটি ছাড়াও অন্য কয়েকটি সরকারি প্রকল্প করার কথা। ওই জমিটি কলকাতা কর্পোরেশনের। ইতিমধ্যেই ওই জমিটি পরিদর্শনে যান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করেন। এখনও পর্যন্ত মূলত বেসরকারি উদ্যোগে ওই জমিতে একটি ফিল্ম সিটি তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তা ছাড়া ওই জমিতে একটি জল প্রকল্প এবং দমকল কেন্দ্রের জন্য জমি দেওয়ার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। গঙ্গার পাড়ে ওই জমিতে বর্তমানে মোট ১৫টি ইটভাটা রয়েছে। কয়েক দশক ধরে ওই ইটভাটাগুলো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণেই ফিল্ম সিটি তৈরি হলে ওই এলাকার ইটভাটাগুলির ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই সব বিষয় নিয়েই এ দিন প্রশাসনের তরফে ইটভাটার মালিকদের ডাকা হয়। জেলা প্রশাসনের তরফে ইটভাটার মালিকদের জানানো হয়েছে, কলকাতা কর্পোরেশন দীর্ঘদিন ধরেই ইটভাটা মালিকদের সেখানে ব্যবসা করার অনুমতি পুননর্বীকরণ করেননি। বর্তমানে সেখানে ফিল্ম সিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি তরফে। প্রশাসনের তরফে এও জানতে চাওয়া হয়, ইটভাটার মালিকদের প্রস্তাবিত ওই ফিল্ম সিটির জায়াগায় ব্যক্তিগত কোনও জমি আছে কি না।
এ ব্যাপারে ওই জমিতে থাকা ইটভাটার মালিক চন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “ওই জমির উপর ইটভাটাগুলিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেশ কয়েক হাজার মানুষের রুটিরুজি নির্ভরশীল। কর্পোরেশন আমাদের লিজ নবীকরণ করেনি। তার দায় আমাদের নয়। আমরা সেই বিষয়ে আদালতে গিয়েছি। আমরা পুনর্বাসন চাই। না হলে আমরা এতগুলো পরিবার কোথায় যাব?”
|
সমবায়ের প্রাক্তন ম্যানেজার ধৃত |
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
আর্থিক তছরুপের অভিযোগে খানাকুলের পিলখাঁ-মাঝপাড়া কৃষি সমবায় সমিতির প্রাক্তন ম্যানেজার গোবিন্দ মান্নাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে পিলখাঁ গ্রামে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় গোবিন্দবাবুকে। সোমবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সমবায় সমিতির প্রায় ২০ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির বিষয়টি ধরা পড়ে ২০০১ সাল নাগাদ। ২০০২ সাল থেকে দফায় দফায় হুগলি জেলা সমবায় ব্যাঙ্কের তদন্তে এবং অডিটে তছরুপ প্রমাণিত হয়। জেলা সমবায় দফতরের নির্দেশে ২০০৭ সাল নাগাদ গোবিন্দবাবু এবং ওই সমবায়ের এক পদাধিকারীর (এখন প্রয়াত) বিরুদ্ধে থানায় লিখিত ভাবে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেন ওই সমবায় সমিতির সম্পাদক গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়। তার পরই ম্যানেজারের পদ থেকে গোবিন্দবাবুকে সরিয়ে দেওয়া হয়। এত দিন তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
|
সিঙ্গুর রায় এ সপ্তাহেই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চলতি সপ্তাহের মাঝামাঝি নাগাদ সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে টাটা মোটরসের দায়ের করা আপিল মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্ট সূত্রে বলা হয়, ওই মামলাটির দুই পক্ষের শুনানি শেষ হয়ে গিয়েছে বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চে। ওই বেঞ্চই মামলার রায় ঘোষণা করবে। আগামী সোমবার বিচারপতি ঘোষ হায়দরাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। তার আগে চলতি সপ্তাহেই তিনি সিঙ্গুরের জমি অধিগ্রহণ মামলার রায় ঘোষণা করবেন।
চলতি সপ্তাহে শনিবার হাইকোর্ট বন্ধ। শুক্রবার বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ এজলাসে বসবেন না। সেদিনই তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে। তার আগে বুধ বা বৃহস্পতিবার সিঙ্গুর মামলার রায় প্রকাশিত হতে পারে বলে হাইকোর্ট সূত্রের খবর। রাজ্যে সরকার বদলানোর পরে নতুন সরকার জমি অধিগ্রহণ আইনে সংশোধন এনে সিঙ্গুরে টাটা মোটরসের জমি অধিগ্রহণ করে। এর পরেই টাটারা কলকাতা হাইকোর্টে মামলা করে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় রাজ্যের পক্ষে রায় দেন। টাটারা রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আপিল মামলা করে। সেই আপিল মামলার রায়ই প্রকাশিত হতে চলেছে চলতি সপ্তাহে।
|
হাওড়ার উন্নয়ন নিয়ে বিল পাশ বিধানসভায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার উন্নয়নের লক্ষ্যে বিধানসভায় আনা বিলের বিরুদ্ধে অগণতান্ত্রিক কাঠামোর অভিযোগ তুলল বিরোধী বামফ্রন্ট। সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্বে ‘দ্য হাওড়া ইমপ্রুভমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১২’ নিয়ে আলোচনা হয়। বিরোধী বামেরা সেখানে অভিযোগ তোলে, ওই বিল অনুসারে হাওড়ার উন্নয়নের জন্য গঠিত বোর্ডে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার সুযোগ নেই। তা থাকা উচিত ছিল। তবে বামেরা সরাসরি বিলের বিরোধিতা করেনি। বিলটি পাশ হয়ে গিয়েছে। ডিএসপি বিধায়ক প্রবোধচন্দ্র সিংহ-সহ চার বাম বিধায়ক ওই বিল নিয়ে আলোচনার সময়ে জানান, এর আগে চার বার ‘হাওড়া ইমপ্রুভমেন্ট অ্যাক্ট’ সংশোধন করা হয়েছে। এটা পঞ্চম বার। এর আগে সংশোধন করা হয়েছিল ২০০৮ সালে। সেখানে বলা হয়েছিল, হাওড়া পুরসভার মেয়র, বালি ও উলুবেড়িয়া পুরসভার চেয়ারপার্সন এবং হাওড়া জেলা পরিষদের সভাধিপতি হাওড়ার উন্নয়নের জন্য গঠিত সংস্থায় থাকতে পারবেন। কিন্তু এ বারের বিলে তাঁদের বাদ দেওয়া হয়েছে। ‘দলতন্ত্র’কে প্রশ্রয় দেওয়ার জন্যই এই নয়া ব্যবস্থা বলে বামেদের অভিযোগ। কিন্তু রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই অভিযোগের উত্তরে বলেছেন, “কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, হাওড়ার উন্নয়নের লক্ষ্যেই এই বিল। যাঁরা উন্নয়নের কাজ করতে চান না বলে প্রমাণিত হয়েছেন, তাঁদেরই বাদ দেওয়া হয়েছে।”
|
উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত গোঘাটের স্কুল |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত হল হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের উদয়রাজপুর উচ্চ বিদ্যালয়। শনিবার এর উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। দুঃস্থ-দিনমজুর প্রধান ওই এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ করে আরামবাগ মহকুমায় দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদ্যালয়। স্কুল শুরুর আগে এবং ছুটির পরে নিখরচায় কোচিং ক্লাস চলে এখানে। বাইরে থেকেও শিক্ষকেরা পড়াতে আসেন। ঘরে-ঘরে গিয়ে ছেলেমেয়েদের স্কুলে ভর্তির জন্য অভিভাবকদের বোঝানোর কাজও চলে। স্কুল পরিচালন সমিতির সম্পাদক মুক্তিপদ কুণ্ডু এ বার একাদশ শ্রেণিতে কলা ও বিজ্ঞান শাখায় ভর্তি হওয়া সব ছাত্রছাত্রীর স্কুলের মাইনে নিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই দুই শাখার সমস্ত ছাত্রছাত্রীকে সব পাঠ্যপুস্তক কিনে দেবেন বলেও তিনি জানিয়েছেন। বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রায় ৩০ জন ছাত্রছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে। স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, “সম্পাদক একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এটা অনুকরণযোগ্য। ওঁকে অভিনন্দন জানাচ্ছি।”
|
জল বন্ধ থাকবে |
পদ্মপুকুর জলপ্রকল্পে গঙ্গা থেকে জল তোলার দু’টি পাইপ পরিষ্কারের জন্য আজ, মঙ্গলবার দুপুরে হাওড়া পুর-এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। পুর-কর্তৃপক্ষ জানান, দীর্ঘ দিন ধরে ওই পাইপ দু’টিতে পলি জমায় জল উৎপাদন ব্যাহত হচ্ছিল। ডুবুরি নামিয়ে পাইপগুলি পরিষ্কার করা হবে। বালি পুরসভা সূত্রে খবর, এর জন্য সকাল থেকে বালি পুর এলাকাতেও সরবরাহ ব্যাহত হবে। পদ্মপুকুর জলপ্রকল্প সূত্রে খবর, জলসঙ্কটেরও কিছু সুরাহা হবে। সন্ধ্যায় জল সরবরাহ স্বাভাবিক হবে।
|
গোঘাটে অপমৃত্যু |
এক চাষির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় রবিবার রাতে গোঘাটের পুকুরিয়া গ্রামের বাসিন্দা শ্যামাপদ রায় (৪৫) নামে ওই চাষির ঝুলন্ত দেহটি তাঁর পরিবারের লোকজন এবং পড়শিরা নামান বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
মৃতদেহ উদ্ধার |
গঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) দেহ মিলল। সোমবার, বেলুড় ভোটবাগান এলাকায়। জয়বিবি লেনে একটি কারখানার পিছনে দেহটি ভাসতে দেখেন স্থানীয়েরা। ওই যুবকের পেটে ক্ষতচিহ্ন দেখে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। |
|