সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার নজরুল স্মৃতি সঙ্ঘের উদ্যোগে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। নজরুলনগর গ্রামে এই উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরু সহ্গীত পরিবেশন করেন স্থানীয় ছেলেমেয়েরা।
|
সম্প্রতি বসিরহাটে মাওলা নাবাগ দরবার শরিফে ছুন্নত অল জামায়াত পত্রিকা প্রকাশ করা হয়। এই উপলক্ষে আমিনিয়া ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন সাংসদ নুরুল ইসলাম। পত্রিকার সম্পাদক মহঃ শরফুল আমিন জানান, এখন থেকে ধারাবাহিক ভাবে এই পত্রিকা প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।
|
উপেন্দ্রকিশোর-সুকুমার-নজরুলের জন্মজয়ন্তী পালন করল দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবার রবীন্দ্র পরিষদ। রবিবার সন্ধ্যা থেকে রাত অবধি চলা এই অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্র পরিষদের শিল্পীবৃন্দের সমবেত সঙ্গীত। এছাড়াও ছিল নৃত্য, আবৃত্তি ও গীতি নাট্যের অনুষ্ঠান। |