টুকরো খবর |
আত্মসমর্পণ প্রণবানন্দ ব্যাঙ্কের কর্তার |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আদালতে আত্মসমর্পণ করলেন বর্ধমানের প্রণবানন্দ সমবায় ব্যাঙ্কের প্রাক্তন সিইও ভাস্কর মুখোপাধ্যায়। সোমবার বর্ধমানের আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর বিরুদ্ধে পর পর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। ২১ জুলাই পর্যন্ত তাঁর জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল।একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা তুলে সেই টাকা প্রণবানন্দ ব্যাঙ্কে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯৯ সালে তাঁর বিরুদ্ধে বর্ধমান থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার চলার সময়ই তিনি আচমকা গা-ঢাকা দেন। বর্ধমানের আর্থিক দুর্নীতি সংক্রান্ত আদালত তাঁর বিরুদ্ধে পরপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। শেষ পর্যন্ত সোমবার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ দিন তাঁর আইনজীবী মুদাস্সর হোসেন ভাস্করবাবুর জামিনের আবেদন করেন। ওই আবেদনের বিরোধীতা করেন সরকারি কৌঁসুলি পীযূষ বন্দ্যোপাধ্যায়। দু’পক্ষের বক্তব্য শুনে ভাস্করবাবুকে ২১ জুলাই পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
|
আইনজীবীদের দাবি |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বিভিন্ন দাবি নিয়ে মহকুমাশাসকের কাছে সোমবার স্মারকলিপি জমা দিলেন কালনা মহকুমা আদালতের আইনজীবীরা। তাঁদের দাবি, আদালত চত্বরে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে। এছাড়া যথাযথ পরিষেবার অভাব, এক, দুই ও পাঁচ টাকার কোর্ট ফি না মেলা, বিচারপ্রার্থীদের বসার জায়গার অভাব-সহ নানা দাবিও জানিয়েছেন তাঁরা। মহকুমাশাসক সুমিতা বাগচি জানান, দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে।
|
পুড়ল খড়ের পালুই |
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
আবারও আগুনে পুড়ল খড়ের পালুই। রবিবার সন্ধ্যায় মন্তেশ্বরের বামাসলের ফুলগ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাতটা নাগাদ তাপস সোম নামে এক ব্যক্তির বাড়ির পাশের খড়ের পালুই থেকে আগুন বেরোতে দেখা যায়। পরে স্থানীয়রা এবং ভাতার থেকে আসা দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি আয়ত্বে আনে। দিন কয়েক আগেই ১১ জুন এই গ্রামেই আগুনে পুড়েছিল ১২টি খড়ের পালুই। তারপর থেকে রাতে গ্রামবাসীরা পালা করে পাহারাও দিচ্ছিলেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
টাকা ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
একটি চালকলের টাকা আদায়কারীকে আটকে প্রায় তিন লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বর্ধমানের সদরঘাটের কাছে। সোমবার দুপুরে ওই আদায়কারী গাড়িতে করে টাকা নিয়ে যাওয়ার সময়ে চারটি বাইকে আট জন লোক এসে স্থানীয় একটি হিমঘরের কাছে তাকে আটকায় এবং টাকা ছিনতাই করে বলে বর্ধমান থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
|
স্কুলের বর্ষপূর্তি |
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
|
সুরধনী দেবী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হল রবিবার। মন্তেশ্বরের ওই স্কুলটি ৫০ বছরে পা রাখল। সারা দিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক সুকুমার রায়, মন্তেশ্বরের অবর বিদ্যালয় পরিদর্শক শুভেন্দু রায়, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টেরা।
|
প্রতিভার খোঁজে সিএবি |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে চলছে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের নিয়ে শিবির। নিজস্ব চিত্র। |
ক্রিকেট প্রতিভা সন্ধানে রাজ্যের প্রতিটি মহকুমায় প্রশিক্ষণ শিবির চালাচ্ছে সিএবি। অন্যান্য মহকুমার মতই বর্ধমান সদর মহকুমায় রাধারানি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৬ দের নিয়ে চলছে এই শিবির। শিবিরের প্রধান প্রশিক্ষক হলেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কোচ শৈবাল বন্দ্যোপাধ্যায় ও তাঁর দুই সহযোগী বর্ধমানের বাসিন্দা অমলেন্দু সরকার ও অশেষবন্ধু মুখোপাধ্যায়। শৈবালবাবু জানান, ওই শিবিরে অংশ নেওয়া ৭০জন ক্রিকেটারের মধ্যে থেকে ৩০জনকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে। নির্বাচিত ওই ক্রিকেটারেরা আগামী নভেম্বরে আন্তঃমহকুমা ক্রিকেটে যোগ দেবে কয়েকটি দলে ভাগ হয়ে। প্রতিযোগিতায় যারা ভাল খেলবে তাদের সিএবি-র মূল ক্যাম্পে নেওয়া হবে। তবে তার আগেই বর্ধমানের ৯ ক্রিকেটারকে সিএবি-র মূল শিবিরে পাঠানো হবে।
|
বোমা ফেটে জখম যুবক |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বোমার আঘাতে জখম হলেন এক যুবক। রবিবার রাতে কালনা ১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের উপলতি গ্রামের ঘটনা। বিল্লেশ্বর পাল নামে ওই যুবককে প্রথমে কালনা হাসপাতাল পরে সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানন্তরিত করা হয়। পুলিশ জানায়, এ দিন রাতে ব্যবসায়ী বিল্লেশ্বরবাবু কয়েকজন বন্ধুর সঙ্গে বাইরে খেয়ে বাড়ি ফেরার পরে রাত এগারোটা নাগাদ কেউ তাঁকে বেশ কাছ থেকেই বোমা ছোড়ে। জখম হয় তাঁর একটা পা। পুলিশ এক জনকে আটক করলেও সোমবার তাঁকে ছেড়েও দেয়। কে বা কারা কী উদ্দেশে বোমা ছোড়ে তা খতিয়ে দেখছে পুলিশ।
|
সমবায়ে জয়ী তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল ছাড়া মনোনয়ন পত্র জমা দিলেন না অন্য কোনও দলের সমর্থিত প্রার্থীরা। সোমবার ছিল কালনা ২ ব্লকের সর্বমঙ্গলা সমবায় সমিতির পরিচালন সমিতির ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে ৯টি আসনেই তৃণমূল ছাড়া অন্য কোনও দল প্রার্থী দেয়নি। কালনা ২ ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় জানান, ১ জুলাই ভোট হওয়ার আর প্রয়োজন রইল না। ২০০৮ সালেও এই সমবায় সমিতি তৃণমূলের দখলেই ছিল। |
|