দীর্ঘ ২১ বছর পর নিজের হাতে নোবেল শান্তি পুরস্কার নিলেন মায়ানমারের বিরোধী দলনেত্রী
আউং সাং সু চি। প্রায় ১৫ বছর গৃহবন্দি থাকার পর এখন তিনি পার্লামেন্টের সদস্যও। ১৯৯১
সালে এই পুরস্কার পান তিনি। সেই সময়ে পুরস্কার গ্রহণ করেন তাঁর
দুই ছেলে কিম এবং আলেকজান্ডার। ছবি: রয়টার্স |