তিন দশকেরও বেশি আগে দুই যুবকের উৎসাহে তৈরি হয়েছিল যন্ত্রটি। এখন নিলামে আসল দামের ৫০০ গুণ বেশি দিয়ে তা কিনতে রাজি অনেকে। নিউ ইয়র্কে সদবির নিলামে ৩,৭৪,৫০০ ডলারে (প্রায় ২ কোটি ৮ লক্ষ টাকা) বিক্রি হয়েছে এখনও চালু একটি অ্যাপল-১ কম্পিউটার। ১৯৭৬ সালে স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াকের তৈরি অ্যাপল-১ কম্পিউটারের অল্প কয়েকটিই এখন চালু রয়েছে। ফলে, সংগ্রাহকদের কাছে ওই কম্পিউটারের মূল্য অনেক। ১৯৭৬ সালে অবশ্য অ্যাপল-১ কিনতে রাজি ছিলেন না খুব বেশি ক্রেতা। ক্যালিফোর্নিয়ার পালো অল্টো এলাকায় কম্পিউটার উৎসাহীদের একটি ক্লাবে ওই যন্ত্র নিয়ে হাজির হয়েছিলেন দুই স্টিভ। একটি খুচরো বিক্রয় সংস্থার মালিক পল টেরেল ৫০টি অ্যাপল-১ কেনেন। পরে যন্ত্র প্রতি ৬৬৬ ডলার দামে বিক্রি হয়েছিল সেগুলি। পরে আরও ১৫০টি যন্ত্র তৈরি করেন জোবস ও ওয়াজনিয়াক। বন্ধুবান্ধব ও বিক্রেতাদের কাছে বিক্রি করেছিলেন সেগুলি। সদবি জানিয়েছে, ৫০টিরও কম অ্যাপল-১ টিকে আছে। সেগুলির মধ্যে সচল আছে গোটা ছয়েক। সদবির নিলামে হাজির অ্যাপল-১-র জন্য দস্তুরমতো প্রতিযোগিতায় নেমেছিলেন দুই ক্রেতা। টেলিফোনে দর হাঁকা এক অজ্ঞাতপরিচয় ক্রেতাই শেষ অবধি জিতে যান। তাঁর সংগ্রহে চলে যায় তিন দশক আগে তৈরি দুই যুবকের স্বপ্ন।
|
পর্দায় ছিল লিজ টেলরের ম্যাজিক। সেটা এ বার মঞ্চে আনার দায়িত্ব পেলেন ক্যাথরিন জিটা জোন্স। ব্রডওয়েতে ‘ক্লিওপেট্রা’ হয়ে ফিরতে চলেছেন ক্যাথরিন। ২০০৯ সালে ‘এ লিট্ল নাইট মিউজিক’-এর সাড়া জাগানো সাফল্যের পর আর এক বার মঞ্চে আসছেন তিনি। যাঁর পরিচালনায় ‘ট্রাফিক’ ছবির জন্য প্রথম বার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন ক্যাথরিন, সেই স্টিভেন সডারবার্গই এই নাটকের পরিচালক। সবে কিছু দিন হল সডারবার্গের সঙ্গে একটা ছবির কাজ শেষ করেছেন ক্যাথরিন। সেই সময়েই ক্লিওপেট্রাকে নিয়ে একটা ‘রক অ্যান্ড রোল মিউজিকাল’ ছবির পরিকল্পনা তাঁদের মাথায় আসে। ছবির বদলে আপাতত আগে সেটা ব্রডওয়েতেই মঞ্চস্থ করতে চলেছেন তাঁরা।
|
কথার মাঝখানে প্রশ্ন করায় সাংবাদিকের উপর চটে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছোটবেলায় বেআইনি পথে আমেরিকায় আসা মানুষকে জোর করে তার নিজের দেশে ফেরানো বন্ধ করতে সম্প্রতি ভাবনা-চিন্তা শুরু করেছে মার্কিন সরকার। সে সম্পর্কেই আজ এক সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা করছিলেন ওবামা। তখনই এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন, মার্কিন সরকার আমেরিকার শ্রমিকদের চেয়ে বিদেশি শ্রমিকদের ভালমন্দ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে কেন? এতেই বিরক্ত হন ওবামা। জানান, তিনি সরকারের একটি নীতি ব্যাখ্যা করছেন মাত্র, কোনও বিতর্কে অংশ নিতে আসেননি। |