সবাই সফল চারটি স্কুলে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
একশো শতাংশ সাফল্য পেয়ে তাক লাগিয়েছে কোচবিহারের চারটি হাই স্কুলের পরীক্ষার্থীরা। জেনকিন্স হাই স্কুল, সুনীতি অ্যাকাডেমি, তুফানগঞ্জ এনএনএম হাই স্কুল ও দিনহাটার গোপালনগর মহেশ সাহা শরণার্থী হাই স্কুল। জেনকিন্স স্কুলের ১২৯ নিয়মিত পরীক্ষার্থীর সকলেই পাশ করেছেন। প্রথম বিভাগ ১২৪ জন। স্টার মার্কস পায় ৯০ জন। সুনীতি অ্যাকাডেমির মোট পরীক্ষার্থী সংখ্যা ১১৪। তাদের সকলেই পাশ করেছে। প্রথম বিভাগ ৯৯ জন। স্টার মার্কস ৫৩ । দিনহাটার গোপালনগর এমএমএস হাই স্কুলের পরীক্ষার্থী ছিল ১২১ জন। তাদের সকলেই প্রথম বিভাগ পেয়েছে। স্টার মার্কস ৮২ জন। তুফানগঞ্জ এনএনএম হাই স্কুলের ১৭০ জন পরীক্ষার্থীর সকলে পাশ করেছে। প্রথম বিভাগ ৯৩ জনের। স্টার মার্কস ৩৭ জন। তুফানগঞ্জ এনএনএম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক গোপাল বিদ্যানন্দ বলেন, “ফি বছর ভাল ফলও হলেও এ বারই প্রথম একশো শতাংশ পাশ করেছে। সকলের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার ফলেই এটা সম্ভব হয়েছে। গোপালনগর হাই স্কুলের প্রধানশিক্ষক নারায়ণ দেব বলেন, “টানা ১৭ বছর আমাদের স্কুলের একশো শতাংশ পরীক্ষার্থীর পাশের ধারা বজায় থাকল। সকলের প্রথম বিভাগ পাওয়ার ঘটনা প্রথম।” |
শ্লীলতাহানির মামলা রুজু
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
চিলকিরহাট কান্ডে অভিযুক্ত তরুণ রায়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করল পুলিশ। কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই ব্যাক্তি কোচবিহার জেলা হাসপাতালের পুলিশ সেলে চিকিৎসাধীন। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “চিলকিরহাটের এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত চলছে।” পুলিশ জানায়, ধৃত যুবকের বিরুদ্ধে এলাকারই বাসিন্দা ওই গৃহবধূর অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে চিলকিরহাট। অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগে চিলকিরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। ওই বাড়ির একটি ঘর থেকে অভিযুক্তকে ধরে নিয়ে গিয়ে মারধর করে জনতা। ভাঙচুর করা হয় ওই নেতার বাড়িও। পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার বিকেলে চিলকিরহাটে শান্তি মিছিল বের করে তৃণমূল। দলের কোচবিহার ১ নম্বর ব্লক সভাপতি খোকন মিঁয়া, কোচবিহার-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুধীর কার্যীর নেতৃত্বে ওই শান্তি মিছিল হয়েছে। |
বিষক্রিয়ায় মৃত ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিষক্রিয়ায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ইসলামপুর থানার ধনতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মাইনুর বেগম (১৮)। সে স্থানীয় স্কুলে পড়ত। এবছর মাধ্যমিক দিয়েছিল। রাতে ওই ছাত্রী বাড়িতেই বিষক্রিয়ায় অসুস্থ হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। |
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে ইসলামপুর থানার অমলঝাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম রাকিব আমল। বাড়ি দাড়িভিট এলাকায়। তার হেফাজত থেকে দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। |
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে পড়ায় ২৫ জন জখম হয়েছেন। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে বক্সিরহাট থানার তল্লিগুড়িতে। পুলিশ জানায়, বাসটি কোচবিহার থেকে রামপুর যাচ্ছিল। জখমদের মধ্যে ১৫ জনকে তুফানগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। |