অলিম্পিকের প্রস্তুতি নিয়ে মনঃসংযোগ মাথায় উঠেছে। মিউনিখ বিশ্বকাপ থেকে দিল্লি ফিরেই অলিম্পিক প্রস্তুতির খরচের জন্য দৌড়োদৌড়ি করছেন বাংলার শু্যটার জয়দীপ কর্মকার। এক জায়গা থেকে আর এক জায়গায়। বিভ্রান্ত হয়ে জয়দীপ আজ রাজধানীতে দেখা করছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের সঙ্গে। |
আপাতত ঠিক আছে, ৭ জুলাই জার্মানির ডর্টমুন্ডে ট্রেনিং শুরু করবেন নাগেরবাজারের শু্যটার। ১ মাস ট্রেনিং করবেন অভিনব বিন্দ্রার সঙ্গে। বিন্দ্রার কোচ হেইঞ্জ রেইঙ্কেমেয়ারের প্রশিক্ষণে। থাকার কথা মনোবিদ উই লিনের। রেইঙ্কেমেয়ার মিউনিখ বিশ্বকাপেই কোচিং শুরু করেন জয়দীপকে। সেখানে ট্রেনিংয়ের ফাঁকে জার্মানি ও ফ্রান্সে টুর্নামেন্ট খেলার কথা জয়দীপের। দিল্লি থেকে ফোনে বললেন, “১০ জুলাই কলকাতা ফিরে আমার অলিম্পিকের জন্য যাওয়ার কথা ১৫ জুলাই। তবে প্রস্তুতির খরচ নিয়ে চিন্তায় আছি। এক এক জন এক এক কথা বলছে টাকা নিয়ে।” অলিম্পিকের প্রস্তুতির জন্য সরকারের তরফেই শু্যটারদের টাকা দেওয়া হয়ে থাকে। অভিনব বিন্দ্রা, গগন নারাংদের টাকা দেওয়া হয়ে গেলেও আটকে রয়েছে জয়দীপ-সহ দুই শুটারের টাকা।
দিন কয়েক আগে ট্রেনিংয়ে ৬০০তে ৬০০ করে বিশ্ব রেকর্ড করেছেন জয়দীপ। কিন্তু বিশ্বকাপে ৫৯৬ করে জয়দীপ হয়েছেন অষ্টম। ভারতের কোনও শু্যটার পদক পাননি। এটাকে গুরুত্ব দিচ্ছেন না জয়দীপ। যেমন দিচ্ছেন না নিজের টেনিস এলবোকে। জয়দীপ বলছিলেন, “অলিম্পিকে অন্য খেলা হবে।” তবে এখন তো প্রস্তুতির টাকা পেতেই দৌড়োদৌড়ি করতে হচ্ছে! |