সানিয়া মির্জার অলিম্পিক-যাত্রা আরও ঘোঁট পাকিয়ে গেল। ১১ জুন, ফরাসি ওপেন শেষ হওয়ার পর দিন লন্ডন অলিম্পিকের টিকিট পাওয়ার চূড়ান্ত সময়। ওই দিন ডাবলসের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকতে পারলে সরাসরি অলিম্পিকে খেলার যোগত্যা পাওয়া যাবে। নইলে আন্তর্জাতিক টেনিস সংস্থার দুর্মূল্য ওয়াইল্ড কার্ডের প্রত্যাশায় হাপিত্যেশ করে বসে থাকতে হবে। গত বারের ফাইনালিস্ট বলে এ বার ফরাসি ওপেন ডাবলসে ১৪০০ পয়েন্ট রক্ষা করতে হত সানিয়াকে। কিন্তু নতুন মার্কিন পার্টনার বেথানি মাটেককে নিয়ে আজ প্রথম রাউন্ডেই সানিয়া হেরে গেলেন রুশ-রোমানিয়ান জুটি ব্রাতচিকোভা-গ্যালোভিচ্সের কাছে। অবাছাই প্রতিপক্ষের কাছে ১৫ নম্বর বাছাই ইন্দো-মার্কিন জুড়ি হারলেন ৩-৬, ৬-৪, ৫-৭। গত শনিবারই বেথানিকে নিয়ে ব্রাসেলস ওপেন ডাবলস চ্যাম্পিয়ন হয়ে সানিয়া বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরেছিলেন। আজকের হারের ধাক্কায় অনেকটাই পিছিয়ে পড়বেন। এখন উইম্বলডনে দুর্দান্ত কিছু করা ছাড়া ভারতীয় টেনিসের গ্ল্যামার-কন্যার অলিম্পিক-যাত্রা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াল। |
রোলাঁ গারোয় মেয়েদের সিঙ্গলসে অঘটন প্রথম রাউন্ডেই। ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস। পঞ্চম বাছাই সেরেনাকে ৪-৬, ৭-৬, ৬-৩ হারালেন ফ্রান্সের অবাছাই ভার্জিনি রাজানো। রোলাঁ গারোতে মিক্সড ডাবলসে সানিয়া-মহেশের ভারতীয় জুটি সপ্তম বাছাই। যা ইঙ্গিত দিচ্ছে, অলিম্পিকে মিক্সড ডাবলসে সানিয়ার পছন্দের পার্টনার কোন ভারতীয় পুরুষ প্লেয়ার। তবে তার আগে সানিয়াকে ডাবলসের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরতে হবে। লন্ডনের টিকিট পাওয়ার জন্য। মিক্সড ডাবলসে লিয়েন্ডার-ভেসনিনা জুটি পঞ্চম বাছাই এবং বোপান্না-লিজা রেমন্ড জুটি চতুর্থ বাছাই। দুই জুড়ি একই অর্ধে থাকায় লি বনাম বোপান্না সেমিফাইনাল লড়াই হতে পারে। চার ভারতীয়ই বুধবার মিক্সড ডাবলসে নামছেন। তিনটি ভিন্ন প্রথম রাউন্ড ম্যাচে।
এ দিকে রোলাঁ গারোর সম্রাট রাফায়েল নাদাল এ বারের অভিযান শুরু করলেন টুর্নামেন্টের তৃতীয় দিনে। এবং সম্রাটের মেজাজেই প্রথম রাউন্ডে উড়িয়ে দিলেন ইতালীয় প্রতিদ্বন্দ্বী বোলেল্লিকে। গোটা ম্যাচে মাত্র একটা গেম নষ্ট করে। ছয় বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জিতলেন ৬-২, ৬-২, ৬-১। মেয়েদের সিঙ্গলসে এ বারের হটফেভারিট শারাপোভা আরও বেশি কর্তৃত্ব নিয়ে শুরু করলেন। প্রথম রাউন্ডে দ্বিতীয় বাছাই রুশ গ্ল্যামার গার্ল রোমানিয়ার কাদানচু-কে একটিও গেম না দিয়ে জিতলেন ৬-০, ৬-০। সিনিয়র আর জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়নদের মধ্যে ক্লে কোর্ট গ্র্যান্ড স্লামের লড়াইয়ে কিভিতোভা ১৬ বছর বয়সি অস্ট্রেলীয় বার্তিকে জার্সি ঘামে প্রায় না ভিজিয়েই হারালেন ৬-১, ৬-২। গত বারের রানার্স শিয়াভোনেও প্রথম রাউন্ডের বাধা টপকেছেন। |