কলকাতায় গৌতম গম্ভীরদের অবিস্মরণীয় নাগরিক সংবর্ধনার চব্বিশ ঘণ্টার মধ্যেই ভারতীয় ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাচ্ছে গম্ভীরের শহর দিল্লি থেকেই। যে দলে গৌতমের কলকাতা নাইট রাইডার্স দলের মনোজ তিওয়ারি যেমন আছেন, তেমনই রয়েছেন ফাইনালে যাদের হারিয়ে নাইটদের প্রথম বার আইপিএল জয় সেই চেন্নাই সুপার কিংসের ঋদ্ধিমান সাহা। বুধবার সকালেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মনোজরা। এই সফরে ভারতীয় ‘এ’ দল তিনটে টেস্ট, তিনটে এক দিনের ম্যাচ ও দু’টো টি-টোয়েন্টি খেলবে। চেতেশ্বর পূজারার নেতৃত্বে ১৫ জনের ভারতীয় দলে বাংলার চার জন ক্রিকেটার আছেন। মনোজ, ঋদ্ধি ছাড়াও অশোক দিন্দা এবং মহম্মদ সামি। দিল্লিতে তিন দিনের শিবিরে দিন্দা ছাড়া বাংলার আর কোনও ক্রিকেটার পৌঁছতে পারেননি। আইপিএল ফাইনালিস্ট টিমে থাকার জন্য। মঙ্গলবারও ক্যাম্পে ১০ জনের বেশি ক্রিকেটার ছিলেন না। কোচ লালচাঁদ রাজপুতের থেকে তালিম নিতে। মনোজ-সহ বাকি পাঁচ ক্রিকেটারের অবশ্য আজ রাতের মধ্যেই দিল্লি পৌঁছনোর কথা। অধিনায়ক চেতেশ্বর অবশ্য বললেন, “দলের সকলেই ভাল কন্ডিশনে রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও যথেষ্ট ভাল। লড়াই জমবে বলেই মনে করি।” চোটের জন্য তিনি আইপিএল না খেললেও দাবি করলেন, “আমি চোট পুরো সারিয়ে উঠে প্রথম শ্রেণীর ম্যাচ খেলোছি। আরসিবির হয়ে আইপিএলে কোনও ম্যাচ খেলিনি ঠিকই। তবে ওই টিমের সতীর্থ ডেভিলিয়ার্সদের সঙ্গে নিয়মিত অনুশীলন করে গিয়েছি।”
|
কেকেআরকে আইপিএল জেতানোয় যাঁর অন্যতম বড় ভূমিকা সেই মনোবিদ রুডি ওয়েবস্টার সংবর্ধনার পর্ব সেরে ফিরছেন না দেশে। কলকাতা থেকে চললেন বেঙ্গালুরু। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এ বার ক্লাস নেবেন রুডি। বললেন, “আমি এ বার জাতীয় অ্যাকাডেমিতে দু’দিন ক্লাস নেব। আগে কখনও এই অ্যাকাডেমিতে ক্লাস নিইনি। তবে গ্রেগ চ্যাপেল কোচ থাকাকালীন ভারতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে।” লয়েড-ভিভ রিচার্ডসদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন রুডিকে কেকেআর মনোবিদ করে এনেছিল। নাইটদের আইপিএল জয়ের পর এ বার ভারতের উঠতি ক্রিকেটারদেরও ক্লাস নিতে চলেছেন তিনি।
|
বড় চমক ডেম্পোর। করিম বেঞ্চারিফার কাছের ফুটবলার এবং সালগাওকরের জাপানি মিডিও সুয়োকাকে তুলে নিল আর্মান্দো কোলাসোর দল। মঙ্গলবার সুয়োকার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গেলেও, চুক্তি হচ্ছে ৪ জুন। চার্চিল ব্রাদার্সের দিকে পা বাড়ালেন সন্দীপ নন্দী। শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল ছেড়ে বিমল ঘোষের নতুন ক্লাব ডোডসাল এফ সি-তে সই করছেন তিনি। কিন্তু মঙ্গলবার সন্দীপ বললেন, “আমি চার্চিলে সই করছি। ওদের প্রস্তাব অন্যদের তুলনায় অনেক ভাল। ডোডসালে সই করলে দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলতে হবে। সেখানে চার্চিল আই লিগের দল।” এ দিকে, জেমস মোগাকে নিয়ে ইস্ট-মোহনের টানাটানি হলেও, পুণে এফসি-র দিকেই ঝুঁকে মোগা। তাঁকে হারানোর ভয়ে ইউরোপ থেকে ডুডুকে আবার ফিরিয়ে আনতে চাইছে স্পোর্টিং।
|
জাতীয় কোচ হিসেবে স্যাভিও মিদেইরার চুক্তি শেষ কাল, বৃহস্পতিবার। তাঁর বাছাই করা ৩২ ফুটবলারকে বেছে বেঙ্গালুরুতে একটি অন্য ধরনের জাতীয় শিবিরের ব্যবস্থা করছে এ আই এফ এফ। সেখানে বলে পা-ই দিতে হবে না সুব্রত পাল, সুনীল ছেত্রীদের। তাঁদের সঙ্গে ডাকা হচ্ছে চার জুনিয়র ফুটবলারকে। টিডি রব বানের পরামর্শেই এই শিবির। নেহরু কাপ শুরুর আগে ফুটবলারদের শারীরিক সক্ষমতা এবং চোট কেমন, তা পরীক্ষার জন্যই। কোনও কোচ থাকার কথা নয় এখানে। থাকবেন ডাক্তার ও ফিজিওরা। বেঙ্গালুরুতে ৬ জুন থেকে শুরু হয়ে শিবির চলবে এক সপ্তাহ। স্যাভিও ক’দিন আগে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, তাঁর ভবিষ্যৎ কী হবে। জাতীয় কোচকে বলা হয়েছে, এ নিয়ে তাঁকে পরে জানানো হবে। এমনিতে অবশ্য তাঁর বিদায়ের বাজনা বেজে গিয়েছে।
|
‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’-এ অবদানের জন্য এ বছর ‘তেনজিং স্মৃতি পুরস্কার’ পেল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এবং নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাব। বুধবার ‘এভারেস্ট ডে’ উপলক্ষ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-র উদ্যোগে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। গত কয়েক বছর ধরেই এসজেডিএ-র উদ্যোগে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে তেনজিং মূর্তির পাদদেশে আনুষ্ঠানিক ভাবে দিনটি পালন করা হয়। অ্যাডভেঞ্চার স্পোর্টস-এ বিশেষ অবদানের জন্য উত্তরবঙ্গের কোনও না কোনও সংস্থাকে প্রতি বছর দিনটিতে তেনজিং স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “মাটিগাড়ায় আন্তর্জাতিক মানের ‘রক ক্লাইম্বিং ওয়াল’ তৈরি করা হবে। পর্বতারোহণে উৎসাহ দিতে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।” শিলিগুড়ি শেরপা অ্যাসোসিয়েশন, শালুগাড়া শেরপা অ্যাসোসিয়েশনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান তথা এসজেডে’র সদস্য নান্টু পাল জানান, তেনজিং মূর্তি লাগোয়া এলাকায় একটি পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তেনজিং নোরগের নামেই ওই পার্ক হবে। থাকবে সুলভ শৌচাগারের ব্যবস্থা। |