স্বপ্নের আইপিএল ট্রফি সঙ্গে করে নিয়ে গেলেন তিনি। আপাতত কয়েক দিন নিজের কাছে রাখতে চান। এত তৃপ্ত আর কখনও দেখায়নি তাঁকে। ফ্লাইট ধরার তাড়াহুড়োর মধ্যে শাহরুখ খান যা বলে গেলেন:
কাপ জয়ের অনুভূতি এখন কোন স্তরে: এখনও টগবগ করছি যেন। আমি এই মুহূর্তটা থেকে বেরোতেই চাই না। মনে হচ্ছে, এই যে কাপ জিতেছি, কাপ জিতেছি আবহটা এটা চলতে থাকুক। আমরাও আনন্দ করতে থাকি। আসলে গত এক বছর ধরে কাপ জেতার স্বপ্ন বুকের মধ্যে নিয়ে ঘুরেছি। যেখানে গিয়েছি, সারাক্ষণ এই স্বপ্ন আমার সঙ্গী থেকেছে। সেই স্বপ্নটা পূরণ হতে দেখে তাই মনে হচ্ছে, এই মুহূর্তটাকে যতক্ষণ পারি আঁকড়ে ধরে থাকি।
কলকাতায় কাপ নিয়ে ঘোরার অনুভূতি: সারা জীবনের সেরা অভিজ্ঞতার মতো। এ জিনিস আমার মনে হয় না আমাদের কেউ কখনও দেখেছে কি না। কিছুক্ষণ আগে জুহি (চাওলা) আমাকে বলছিল, এ রকম দৃশ্য ও কখনও দেখেনি। সবার মুখেই এক কথা। আর আমি ঠিক করে রেখেছিলাম, আজ খুব আনন্দ করব। ‘সিটি অব জয়’-এ দাঁড়িয়ে আছি আমরা। জয় করে এসেছি। আজ আনন্দ করব না তো কবে করব? একটা জিনিস আমার মাঝেমধ্যে মনে হয় যে, আনন্দ করতে বোধ হয় আমরা ভয় পাই। আমাদের সেলিব্রেশন গুলো কেমন যেন আটকা-আটকা। সেটা আমাদের কাপ-জয়ের উৎসবে হোক আমি চাইনি। তাই মনে খুলে নেচেছি, গেয়েছি, বাকি সবাইকেও নাচিয়েছি। |
আইপিএল জয় ফিল্মি স্ক্রিপ্টের মতো লাগল কি না: ফিল্মি নয় সন্তানের জন্য লেখা বাবা-মায়ের স্ক্রিপ্ট। আমি পাঁচ বছর ধরে সে ভাবেই টিমটাকে দেখে এসেছি। মনে করেছি কেকেআর আমার সন্তান। তাকে নিয়ে স্বপ্ন দেখেছি। পরম যত্নে স্নেহের হাত রেখেছি। আজ সেই স্বপ্ন সফল হতে দেখে আমি খুব তৃপ্ত এক মানুষ।
অধিনায়ক গম্ভীর: আমি আগেও বলেছি, গম্ভীর আমার দেখা সেরা অধিনায়ক। জীবনে চলার পথে আমি অনেক নেতা পেয়েছি। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পেয়েছি। খেলাধুলোয় দেখেছি। কিন্তু নেতা হিসেবে গম্ভীরের মধ্যে যে সব উজ্জ্বল দিক দেখেছি, অনেকের মধ্যে দেখিনি।
আমি বিশেষ করে বলতে চাই নেতা হিসেবে ওর দর্শনটার কথা। গম্ভীর আমার থেকে অনেক ছোট একটা ছেলে। কিন্তু অনেক কিছু শেখার আছে ওর থেকে। আমি অনেক কিছু শিখেছি। আর সেটা শুধু ক্রিকেটীয় শিক্ষা তো নয়। জীবন চালনার শিক্ষা। যেমন ওর থেকে আমি শিখেছি কী ভাবে তোমার সতীর্থের পাশে দাঁড়াবে। কী ভাবে নিজের জন্য নয়, তোমার পাশের লোকটার জন্য খেলবে। কেকেআর-এর টিম মিটিংটায় গিয়ে আমি বসে থাকতাম। আর রোজই দেখতাম যে ছেলেটার অফ ফর্ম যাচ্ছে, তার জন্য গম্ভীর বলছে, আজ চলো আমরা ওর জন্য খেলি। এটা এক-দু’দিন নয়, গত দু’মাস ধরে ও টানা করে গিয়েছে। |
ওয়াংখেড়ে বিতর্ক: আজ একটা কথা বলছি। ওয়াংখেড়েতে সেই রাতে ঘটনাটা ঘটার পর যখন আমি বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছিলাম, তখম আমার মেয়ে বলেছিল, বাবা তোমাকে কিন্তু মানুষ ভাল কথা যেমন বলবে তেমন খারাপ কথাও বলবে। কিন্তু তুমি ও ভাবে প্রতিক্রিয়া দেখাতে পারো না। মেয়ের কথাটা শোনার পর আমি বুঝতে পারি, ভুল করেছি। আমি খুব ব্যক্তিগত একটা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিলাম। আমার মাথায় রাখা উচিত ছিল যে, আমি এক জন পাবলিক ফিগার। প্রকাশ্য মঞ্চে ব্যক্তিগত প্রতিক্রিয়া দেখাতে পারি না।
আইপিএল জয় করে কিছু প্রমাণ করার ছিল কি না: আমাদের নিজেদের কাছে প্রমাণ করার ছিল যে, আমরা জয় করতে পারি। আমি আজই হোটেলে ফিরে এসে ভাবছিলাম, এত লোক রয়েছে আমাদের সঙ্গে। কত লোকের নামও জানি না। ভাল করে চিনি না। আলাপ হয়নি। কিন্তু এঁরা সবাই তো আমাদের জয় দেখতে চেয়েছেন। এর চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে। কিছু প্রমাণ করার নেই। আমাদের দায়বদ্ধতা আছে। এই মানুষগুলোর প্রতি যাঁরা সব সময় আমাদের জয় প্রার্থনা করে যান। |