স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিঠুন শেখ। বাড়ি পূর্বস্থলীর সমুদ্রগড় পঞ্চায়েত এলাকার ডাঙাপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার স্ত্রী মৌতাজ বিবিকে গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ ওঠে মিঠুনের বিরুদ্ধে। মৌতাজ বিবির বাড়ির লোকজন পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগে জানান, মিঠুনের সঙ্গে অন্য এক মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে মাঝেমধ্যেই মৌতাজের সঙ্গে মিঠুনের ঝামেলা হত। শনিবার অশান্তি হলে মৌতাজকে গলার নলি কেটে খুনের চেষ্টা করে মিঠুন। প্রতিবেশীরা মৌতাজকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল মিঠুন। মঙ্গলবার তাঁকে ধরা হয়।
|
গ্রীষ্মকালীন পরিস্থিতির জেরে জল সরবরাহের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে দিল কালনা পুরসভা। সম্পতি পুরসভার তরফে এই নির্দেশিকা জারি হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগে তিনটি সিফ্টে প্রায় সাড়ে সাত ঘণ্টা জল দেওয়া হল। বর্তমানে তা বেড়ে দাঁড়ায় সাড়ে আট ঘণ্টায়। সন্ধে ৭টা থেকে ৮টা অতিরিক্ত জল সরববাহ করা হবে। কালনার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “গ্রীষ্মকালীন পরিস্থিতির জন্য শহরে পানীয় জলের চাহিদা বেড়েছে। সেই কারণেই অতিরিক্ত এক ঘণ্টা করে জল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তাঁর দাবি, “বর্তমানে পুরসভা মোট ১৬টি পাম্প থেকে জল সরবরাহ করে। আরও একটি পাম্প বসানোর কাজ চলছে। সেই কাজ সম্পূর্ণ হলে আরও ভাল পরিষেবা দেওয়া সম্ভব হবে।”
|
মঙ্গলবার বর্ধমানের জৌগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। নাম শেখ সুরজ (২৬) ও শেখ মুস্তাফা (২৬)। বাড়ি বর্ধমান শহরের রসিকপুরে। তাঁরা গাড়িতে চেপে কলকাতায় যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। |