রাজ্যের ইমামদের ভাতা দেওয়ার সরকারি ঘোষণার বিরুদ্ধে তিনটি জনস্বার্থের মামলা হয়েছে। তবে সেই সব মামলায় শুক্রবার কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। অর্থাৎ মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমামদের ওই ভাতা দেওয়া যাবে। তবে মামলার রায় আবেদনকারীদের পক্ষে গেলে রাজ্য সরকার কী ভাবে ইমামদের দেওয়া টাকা ফেরত নেবে, হাইকোর্ট তা জানতে চেয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তা জানাতে হবে সরকারকে।
ইমামদের ভাতা দেওয়ার বিরুদ্ধে পৃথক জনস্বার্থের মামলা করেছেন বিজেপি, আইনজীবী চিত্তরঞ্জন পণ্ডা ও আইনজীবী আশিস সান্যাল। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র এ দিন বলেন, রাজ্য টাকা দিচ্ছে ওয়াকফ বোর্ডকে। ইমামদের ভাতা দেবে ওয়াকফ বোর্ডই। অনিন্দ্যবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবেদনকারী আশিস সান্যাল বলেন, রাজ্য আগে সিদ্ধান্ত নিয়ে পরে তার সমর্থনে আইনি পথের অনুসন্ধান করে। এটা দুর্ভাগ্যজনক। এ ভাবে একটি সম্প্রদায়কে জনগণের টাকা দেওয়া যায় না। ওয়াকফ বোর্ড নিজেদের টাকা দিলে আপত্তি নেই। কিন্তু রাজ্যের দেওয়া টাকা ওয়াকফ বোর্ড বিলি করবে, এটা তো ঘুরিয়ে সেই সরকারেরই দেওয়া হল। সরকারের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকেই ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমামদের ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ১২ জন ইমাম ভাতা পেয়েছেন। তবে ওয়াকফ বোর্ডের আইনজীবী আনসার মণ্ডল এ দিন হাইকোর্টে বলেন, ওয়াকফ বোর্ড এ-পর্যন্ত যাঁদের টাকা দিয়েছে, তা ওই বোর্ডের তহবিল থেকেই দেওয়া হয়েছে। সরকারের টাকা থেকে এখনও ইমাম ভাতা দেওয়ার কাজ শুরু হয়নি। |