রাস্তা উন্নয়নে রাজ্যে বৈঠক ১১ই |
রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজে গতি আনতে দক্ষিণবঙ্গে কর্মরত পূর্ত দফতরের ২০০ সুপারিনটেন্ডিং ও এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ১১ মে কলকাতায় বৈঠকে ডাকা হয়েছে। পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন বৃহস্পতিবার মহাকরণে বলেন, রাস্তা তৈরি থেকে শুরু করে রাস্তা সংস্কারের সব কাজ যাতে নির্ধারিত নির্ঘণ্ট ধরে শেষ হয়, তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হবে। জেলা স্তরে ওই সব পদস্থ ইঞ্জিনিয়ারই বিভিন্ন কর্মসূচি রূপায়ণ ও তার তদারক করেন। রাজ্যে ওই দু’টি স্তরের ৩৩৩ জন ইঞ্জিনিয়ার আছেন। তার মধ্যে উত্তরবঙ্গে আছেন ১৩৩ জন। বাকিরা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ইঞ্জিনিয়ারদেরও এর পরে আলাদা করে বৈঠকে ডাকা হবে। বৈঠক হবে উত্তরবঙ্গে।
|
রাজ্য ভূতল পরিবহণ নিগমের সহযোগিতায় ও ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে কলকাতা শীতাতপ নিয়ন্ত্রিত বাসরুটের উদ্বোধন হল। শুক্রবার এর উদ্বোধন করেন ভূতল পরিবহণ নিগমের চেয়ারম্যান সুলতান সিং। উপস্থিত ছিলেন দফতরের ম্যানেজিং ডিরেক্টর আশিস ঠাকুর, পুরপ্রধান পান্নালাল হালদার, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার প্রমুখ। ভূতল পরিবহণ নিগমে সূক্রে জানানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ওই বাসের ভাড়া ঠিক করা হয়েছে সর্বোচ্চ ৬৫ টাকা ও সর্বনিম্ন ২০ টাকা। আপাতত দু’টি বাস চলবে। প্রতিদিন সকাল ৮টায় ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে ছাড়বে। দু’টি বাস চারবার চলাচল করবে। দীপরবাবু বলেন, “নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের সুবিধা হবে।” ডায়মন্ড হারবারের পুরপ্রধান জানান, এই রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানোর জন্য ভূতল পরিবহণ নিগমের কাছে আবেদন জানানো হয়েছিল। ওঁরা আবেদনে সাড়া দিয়েছেন। তা ছাড়া এই বাসে অন্য বাসের চেয়ে কম সময়ে গন্তব্যে পেছতে পারবেন যাত্রীরা।
|
স্বরোজগারে নয়া প্রকল্প আনন্দধারা |
কেন্দ্রের স্বর্ণজয়ন্তী স্বরোজগার যোজনার বদলে নতুন কর্মসূচি ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন (এনআরএলএম) অনুসারে রাজ্যে শুরু হতে চলেছে ‘আনন্দধারা’। ১৭ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, এই প্রকল্পের অধীনে ব্লক, জেলা এবং সব শেষে থাকছে রাজ্য স্তরের একটি ফেডারেশন। আগে স্বনির্ভর গোষ্ঠী সরাসরি ব্যাঙ্কে প্রকল্প জমা দিয়ে ঋণের আবেদন জানাত। এ বার ব্যাঙ্কে প্রকল্প জমা দেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করবে ওই ফেডারেশন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ আজ, শনিবার কলকাতায় আনন্দধারা নিয়ে সুব্রতবাবুর সঙ্গে আলোচনা করবেন।
|
সার্ধশত উদ্যাপনেও বাড়তি অর্থের দাবি |
রাজ্যের জন্য আর্থিক সাহায্য নিয়ে দরবারের পাশাপাশি রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের সার্ধশতবর্ষ উদ্যাপনের জন্য অতিরিক্ত অর্থ প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন মমতা। আগামী ৮ মে রবীন্দ্রনাথের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবিও ফের এক বার প্রধানমন্ত্রীর কাছে করেছেন তিনি। |