সিপিএম নেতার জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
তৃণমূল কর্মী খুন, বাড়ি ভাঙচুর-সহ একাধিক হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত সিপিএমের পাত্রসায়র জোনাল কমিটির সদস্য অশোক চট্টোপাধ্যায়ের জেল হাজত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর শহরের রসিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পাত্রসায়র থানার ওসি মানবেন্দ্রনাথ পালের নেতৃত্বে পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পাত্রসায়রের পারুলিয়া গ্রামের বাসিন্দা অশোকবাবু গত ১৫ বছর ধরে সিপিএমের জোনাল কমিটির সদস্য পদে রয়েছেন। এলাকার তিন তৃণমূল কর্মী খুন-সহ ৪০টির বেশি মামলায় তাঁর নামে অভিযোগ রয়েছে। সম্প্রতি চারটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। |
ফের চালু হল মিড-ডে মিল
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
বছর খানেক ধরে বন্ধ ছিল স্কুলের মিড-ডে মিল রান্না। শেষে প্রশাসনের আধিকারিকরা ওই স্কুলে গিয়ে ফের মিড-ডে মিল চালু করলেন। ঘটনাটি ওন্দার লোদনা মানখামার বিবেকানন্দ বিদ্যামন্দির উচ্চবিদ্যালয়ের। শুক্রবার সেখানে বাঁকুড়া সদর মহকুমাশাসক অরিন্দম রায় এবং ওন্দার বিডিও শ্রী বিশ্বনাথ ওই স্কুলে গিয়ে মিড-ডে মিল চালু করেন। মহকুমাশাসক বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে নানা ঝামেলার জেরে এই স্কুলে মিড-ডে মিল বন্ধ ছিল। এ দিন আমরা ওই স্কুলে গিয়ে শিক্ষকদের ফের মিড-ডে মিল চালানোর নির্দেশ দিয়েছি।” জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, “নানা ঝামেলায় মিড-ডে মিল বন্ধ ছিল ওই স্কুলটিতে। ওই স্কুলে এবার থেকে নিয়মিত মিড-ডে মিল রান্না করা হচ্ছে কিনা তা নজরে রাখা হবে।” |
বিদ্যুৎ বাঁচাতে সৌরবাতি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বিদ্যুতের খরচ কমাতে বেশ কয়েকটি ওয়ার্ডে বৈদ্যুতিন আলোর পরিবর্তে ‘সৌরবাতি’ লাগাতে চলেছে বাঁকুড়া পুরসভা। বর্তমানে ৭ কোটি টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বিল মেটাতে হিমশিম খেতে হচ্ছে বাঁকুড়া পুরসভাকে। তাই বিদ্যুতের খরচ কমাতে পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ২২৮টি পোলে সৌরবাতি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই খাতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও বাঁকুড়া পুরসভা মোট দেড় কোটি টাকা বরাদ্দ করেছে। বাঁকুড়া পুরপ্রধান শম্পা দরিপা বলেন, “উপনির্বাচনের পরই সৌরবাতি লাগানোর প্রকল্পের কাজের টেন্ডার ডাকা হবে। বিদ্যুতের খরচ কমাতেই ১০টি ওয়ার্ডে সৌরবাতি লাগানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া-বোকারো জাতীয় সড়কের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হল। শুক্রবার দুর্ঘটনার পরেই একজন মারা গিয়েছিলেন। এ নিয়ে দুর্ঘটনায় মারা গেলেন দু’জন। মৃতের নাম মল্লিকা বর্মণ রায় (৫৩)। পুরুলিয়া শহরে তাঁর বাড়ি। তিনি ঝালদা ২ ব্লকের বামনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। বৃহস্পতিবার পুরুলিয়া মফস্সল থানা এলাকার চাষমোড়ের অদূরে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে লরির সংঘর্ষে ওই দু’জন সহ কয়েকজন জখম হয়েছিলেন। তাঁদের পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। |
বিজেপির মনোনয়ন
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
বিজেপির ৪ জন প্রার্থী শুক্রবার নলহাটি পুরসভায় মনোনয়নপত্র দাখিল করলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ৫, ৯, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নলহাটি পুরসভা নির্বাচনে মোট ১২টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবে। |