|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
মন ছুঁয়ে যায় |
সুলগ্না বসু |
সম্প্রতি মধুসূদন মঞ্চে কাব্যায়ন সংস্থা আয়োজন করেছিল একটি আবৃত্তি উৎসব। ব্রততী বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সংস্থা নবীন প্রজন্মকে আবৃত্তি চর্চায় উৎসাহ প্রদানে যে কত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে তার পরিচয় পাওয়া গেল এই আবৃত্তি উৎসবে। প্রসঙ্গত জানা গেল এই সংস্থা ২০ বছর পূর্ণ করেছে। কাব্যায়ন সংস্থার বিভিন্ন শাখা যেমন শ্রীরামপুর, চুঁচুড়া, বৈদ্যবাটী, বালটিকুরি, সোনারপুর প্রভৃতি অঞ্চল থেকে আগত আবৃত্তি শিক্ষার্থীরা একের পর এক তাদের সুশিক্ষিত ও সুচর্চিত উপস্থাপনায় সমবেত দর্শকদের মুগ্ধ করে রাখে। শুধু তাই নয়, ভবিষ্যতে এদের কেউ কেউ আবৃত্তির জগতে নিজেদের আরও যোগ্য প্রমাণ করবে তাতে সন্দেহ নেই।
ভাল লাগে অন্নদাশঙ্কর রায় এবং রবীন্দ্রনাথকে নিয়ে দু’টি আবৃত্তি নিবেদন। শিশু ও কিশোর শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে তাদের পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের আর একটি উল্লেখযোগ্য পর্ব মঞ্জুলকুমার বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রদান। এই বছরে এই স্মৃতি পুরস্কার দেওয়া হল কবি জয় গোস্বামীকে। এ ছাড়া এ দিন ব্রততী বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘আবৃত্তির জন্য রবীন্দ্রনাথ’ বইটি প্রকাশিত হল। সংক্ষিপ্ত এই পর্বে এক পারিবারিক আন্তরিকতার স্পর্শ ছিল যা মন ছুঁয়ে যায়।
|
অভিভূত বিবেকচেতনায় |
শতরূপা চক্রবর্তী |
|
সম্প্রতি আইসিসিআর-এ অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। নৃত্যনাট্য ছাড়াও ছিল শিশুদের সমবেত আবৃত্তি। আয়োজক ‘সৃজক’। আবৃত্তি ও নৃত্যনাট্য উপস্থাপনার জন্য ১৯৯৬-এ এই সংস্থার জন্ম। এ দিন বিবেকানন্দকে স্মরণ করে সংস্থা উপহার দিল দু’টি নৃত্যনাট্য ‘বিবেকচেতনা’ ও ‘প্রবাহিনী’। বিবেকানন্দের শিকাগো বক্তৃতার নৃত্যরূপটি অভিনব। ‘বিবেকচেতনা’ দেখে দর্শকরা সত্যিই অভিভূত হলেন।
পরবর্তী উপস্থাপনা ‘প্রবাহিনী’তেও ছিল আবহসঙ্গীতের তালে তালে চমৎকার কোরিওগ্রাফি। নতুন নৃত্যশিল্পীরা প্রতিটি ছন্দেই তাঁদের প্রতিভার সাক্ষর রেখেছেন। আলো, পোশাক অনুষ্ঠানের মাধুর্য বাড়িয়েছে। অনুষ্ঠানের শেষে ছিল শিশুশিল্পীদের সমবেত আবৃত্তি ‘ফিরিয়ে দাও সেই ছেলেবেলাতে’। শিশুদের কাছে সেই শৈশব ফিরিয়ে দেওয়ার আকুতি শ্রোতাদের কাছে এক অনন্য অনুভবের পরিবেশ ফুটিয়ে তোলে।
সংস্থার কর্ণধার গৌতম উপাধ্যায়, রূপা উপাধ্যায় অবশ্যই প্রশংসা পাবেন। |
|
|
|
|
|