টুকরো খবর

আনন্দ মার্গ প্রচারক সঙ্ঘ সম্প্রতি এক মৌন পদযাত্রার আয়োজন করে। ১৯৮২তে ১৭ জন আনন্দমার্গীর হত্যার প্রতিবাদে এই পদযাত্রা। দেশপ্রিয় পার্কে শুরু হয়ে এই পদযাত্রা বিজন সেতুতে মৃতদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে শেষ হয়।

একান্ত আলাপে পার্থ ঘোষ ও সুধীন সরকার। মহাজাতি সদনে গান-নাচ-আবৃত্তির অনুষ্ঠানের ফাঁকে।
অনুষ্ঠানের আয়োজনে ছিল ‘গানের মেলা’ ও ‘ইন্ডিয়ান ডান্স রিসার্চ সেন্টার’। শুভাশিস ভট্টাচার্য
 
মনতোষ রায় স্মরণে হয়ে গেল ১৫তম সারা বাংলা যোগা চ্যাম্পিয়নশিপ। সম্প্রতি শরৎ সদন মুক্ত মঞ্চে। ১৭টি জেলার ৩৮৯ জন প্রতিযোগী এ বার অংশগ্রহণ করেন। মিস্টার ও মিস যোগা বেঙ্গল নির্বাচিত হন দক্ষিণ চব্বিশ পরগনার বাপ্পা ঢালি এবং দক্ষিণ কলকাতার অঞ্জলি চৌধুরী। যোগ নৃত্য পরিবেশন করেন হাওড়ার বীথিকা মণ্ডল। ছিলেন কৃষি ও বিপণন মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, ‘অর্জুন’ লক্ষ্মীকান্ত দাস, মলয় রায় প্রমুখ। আয়োজনে ‘ইন্ট্যারাক্ট ক্লাব অফ হাওড়া যোগা হেলথ কেয়ার’।

‘দ্য রেফিউজ’-এর আয়োজনে সম্প্রতি বিয়ে হল দুই অনাথ মেয়ে
রাধারানি ভৌমিক ও ঝর্না চক্রবর্তীর। উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক বিশ্বরূপ দে।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.