তিন জনের মধ্যে দু’জন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। দু’জন আবার বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন। বর্তমান ভারতে স্নুকার-বিলিয়ার্ডসের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তাঁরা। গীত শেঠি, পঙ্কজ আডবাণী ও আদিত্য মেটা।
হিন্দুস্থান ক্লাবে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপে খেলতে ওঁরা তিন জন কলকাতায়। পঙ্কজ আডবাণী আফসোস করে বলছিলেন, “ভারতে ক্রিকেটের জনপ্রিয়তার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে বাকি সব খেলা। আমি তুলনা করছি না। কিন্তু এটাই বাস্তব। আমার মনে হয় আইপিএলের ধাঁচে স্নুকারকেও আনতে হবে।” বিলিয়াডর্স-স্নুকারে দেশের সেরা নাম গীত শেঠি আবার মনে করছেন, স্নুকারকে জয়প্রিয়তার আলো দেখাতে হলে খেলোয়াড়দেরই এগিয়ে আসতে হবে। তাঁর কথায়, “আমরাই স্নুকারের ভবিষ্যৎ শক্ত করতে পারি। যত ভাল খেলব, তত নাম হবে। আর স্পনসরদেরও অভাব হবে না। কাজটা অবশ্য সহজ নয়। এশিয়ান গেমসে খেলতে না পারা বড় ধাক্কা।” পঙ্কজের সঙ্গে একমত এশিয়া চ্যাম্পিয়ন আদিত্য মেটাও। |
সৌরভ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ নিয়েও উত্তেজনা অনুভব করতে পারছেন কলকাতায় খেলতে আসা চ্যাম্পিয়নরা। সচিন তেন্ডুলকরের অন্ধ ভক্ত আদিত্য বলছিলেন, “শনিবারের ম্যাচটা দেখার ইচ্ছে ছিল। কিন্তু টিকিটের যা চাহিদা দেখছি, মনে হয় হবে না। তবে মুম্বই ইন্ডিয়ান্স-পুণে ম্যাচটা টিভি-তে দেখেছি। সচিনদের জয়ে আমি দারুণ খুশি।” বেঙ্গালুরুর পঙ্কজ আবার পুণে ওয়ারিয়র্স সমর্থক। বলছিলেন, “পুণে আমার জন্মশহর। তা ছাড়া উথাপ্পা আমার খুব ভাল বন্ধু। উথাপ্পা ভাল খেললে পুণে নিশ্চয়ই জিতবে।” |