টুকরো খবর
আজ ম্যাচ ড্র করলেই রানার্স ইস্টবেঙ্গল
আজ পুণেতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ড্র করলেই রানার্স। কিন্তু ট্রেভর মর্গ্যানের লক্ষ্য জয়। আই লিগের সেকেন্ড বয় হওয়ার দৌড়ের মধ্যেই কলকাতা লিগের অঙ্ক কষতে শুরু করে দিলেন ট্রেভর জেমস মর্গ্যান। শুক্রবার পুণে থেকে ফোনে লাল-হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যান বললেন, “হতে পারে এই মরসুমের জন্য আই লিগ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মরসুম এখনও বাকি। একটা এএফসি কাপের ম্যাচ। একটা কলকাতা লিগের অতি-গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা শনিবারের ম্যাচটাকে কলকাতা লিগের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলতে চাই।” ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ৪৮। ড্র করলেই পুণে (৪৬)র নাগালের বাইরে চলে যাবে তারা। এয়ার ইন্ডিয়া ম্যাচে দুই অভিজ্ঞ ফুটবলার পেন ওরজি এবং সৌমিক দে-কে পাচ্ছে না ইস্টবেঙ্গল। মর্গ্যান অবশ্য বললেন, “পেনের না থাকাটা একটা বড় ধাক্কা। তবে আশা করছি শনিবারের ম্যাচে কোনও অসুবিধা হবে না।” পেন না থাকায় এয়ার ইন্ডিয়া ম্যাচে শুরু থেকেই খেলতে পারেন এডমিলসন। রক্ষণে সৌমিকের জায়গায় খেলবেন রবার্ট।

শনিবারে
আই লিগ- প্রয়াগ ইউনাইটেড : ডেম্পো (যুবভারতী, ৩-৩০)
ইস্টবেঙ্গল : এয়ার ইন্ডিয়া (পুণে, ৬-৩০)।

দ্রোণাচার্যের দাবি আর্মান্দোর
শূন্য যুবভারতীতে আজই আই লিগ জয়ের ট্রফি দিয়ে দেওয়া হচ্ছে ডেম্পোকে। প্রয়াগ ইউনাইটেড ফুটবলারদের গার্ড অব অনারের পরে। শেষ ম্যাচ খেলতে এসে আর্মান্দো কোলাসো দাবি করলেন, “আমার যা রেকর্ড তাতে দ্রোণাচার্য পুরস্কার পাওয়া উচিত।” কলকাতায় শেষ ম্যাচ খেলতে এসে দুটো অস্বস্তির কাঁটা পাঁচ বারের লিগ জয়ী কোচের। এক, সমীর নায়েক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন। দুই, র্যান্টিকে নিয়ে বিভ্রান্তি। আর্মান্দো এ দিন বলেন, “র্যান্টি আমাদের ক্লাবেই থেকে যাচ্ছে।” আবার র্যান্টি সাংবাদিকদের জানান, তাঁর কলকাতায় খেলতে আসার সম্ভাবনাই বেশি। প্রয়াগ কর্তারা অবশ্য নিশ্চিত, র্যান্টি তাঁদের হয়ে খেলবেন।

ক্লাবেরা এল না ফেডারেশনের সভায়
এ বার থেকে আই লিগে মাসে পাঁচটির বেশি ম্যাচ খেলবে না ক্লাব। অধিকাংশ খেলা হবে ফ্লাডলাইটে। এ এফ সি প্রেসিডেন্ট এবং সচিবের উপস্থিতিতে এই আশ্বাস দিলেন এ আই এফ এফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। কিন্তু মজা হল, ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও সভায় ৪ ক্লাব প্রতিনিধিই এলেন না। কমিটিতে প্রতিনিধি ছিলেন ইস্টবেঙ্গল, পুণে, চার্চিল, লাজং কর্তারা। কেউ যাননি। লাল হলুদ প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত বিদেশে, তাই যাননি। তাঁর বিকল্প কাউকে পাঠাতে বারণ করেন পটেল। এ নিয়ে ক্লাবগুলোর মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। মাস খানেক আগে ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল ক্লাবগুলো। তার পরে এই সভা হল।

বিশ্বকাপ ফাইনালে উঠলেন রাহুলরা
তুরস্কের আনতালায় বিশ্বকাপ তিরন্দাজির রিকার্ভে দলগত বিভাগে ফাইনালে উঠল ভারত। দলে রয়েছেন বাংলার রাহুল বন্দ্যোপাধ্যায়। সঙ্গী জয়ন্ত তালুকদার, তরুণদীপ রাই। কোরিয়াকে হারিয়ে তারা ব্রিটেনের মুখোমুখি।

স্টেডিয়াম দখলমুক্ত করতে নির্দেশ
রাজ্যের বিভিন্ন স্টেডিয়ামের জমিতে জবরদখলকারীরা ১৫ মে-র মধ্যে ওই জায়গা ছেড়ে চলে না গেলে পুলিশের সাহায্যে তাদের তুলে দেওয়া হবে। শুক্রবার মহাকরণে এ কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.