আবেগের বহিঃপ্রকাশ সাধারণত হয় না তাঁর, কিন্তু মহাযুদ্ধের চব্বিশ ঘণ্টা আগে নাইট অধিনায়ক স্পষ্টবাদী। রাখঢাকের বালাই নেই। পরিষ্কার বলছেন, কে সমর্থন করল না করল, তাতে কেকেআরের কিছু এসে যায় না। কোনও ব্যক্তিবিশেষ নিয়েও কথা বলতে আগ্রহী নন তিনি। শুক্রবার বিকেলে ক্লাব হাউসের তিনতলায় ভিড়ে ঠাসা মিডিয়া রুমে গৌতম গম্ভীর যা বললেন...
প্রশ্ন: ওয়াসিম আক্রম বলেছেন, শনিবারের ম্যাচ আসলে আইপিএলের ভারত-পাকিস্তান হতে যাচ্ছে। আপনি কী বলবেন?
গম্ভীর: ওটা ওয়াসিমের মনে হতে পারে। আমি সে ভাবে দেখছি না। আসলে মিডিয়া এ সব তৈরি করছে। ভারত-পাকিস্তান ম্যাচ সম্পূর্ণ আলাদা ব্যাপার। আলাদা বল গেম। এখানে ম্যাচটা পুণে ওয়ারিয়র্স বনাম কেকেআর। আমি সে ভাবেই দেখছি।
প্র: ম্যাচটার চব্বিশ ঘণ্টা আগে শহর জুড়ে একটাই কথা। সকলেই বলছে, কালকের ম্যাচ গাঙ্গুলি ভার্সেস কেকেআর।
গম্ভীর: আমি আগেও বলেছি সৌরভ শুধুই একজন ব্যক্তি। কেকেআর টিমের বিরুদ্ধে খেলে। কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। আমাদের কাছে ম্যাচটা শুধুই আরও একটা ম্যাচ। অন্যান্য ম্যাচ যে ভাবে খেলি, এটাও সে ভাবে খেলব। একটা কথা বলে রাখি। আমার টিম যদি ক্ষমতা অনুযায়ী খেলে, এই টুর্নামেন্টে যে কারও পক্ষে আমাদের হারানো কঠিন হবে।
প্র: শনিবারের ম্যাচে তা হলে আপনাদের টার্গেট কী?
গম্ভীর: কিছুই না। আমাদের একশো শতাংশ প্রস্তুত থাকতে হবে। যাতে শুরুতে ব্যাট বা বল যা-ই করি না কেন, পুরোদমে ঝাঁপিয়ে পড়তে পারি। |
প্র: কিন্তু বলাবলি হচ্ছে, শনিবার পুণে-ই হোম টিম হবে ইডেনের। কেকেআর অ্যাওয়ে।
গম্ভীর: (চোখ নাচিয়ে) তাই? শুনুন, কলকাতা যাকে খুশি সমর্থন করতে পারে। আমরা হোম টিম হলাম, না অ্যাওয়ে টিম, তাতেও আমাদের কিছু এসে যায় না। আমাদের কাজ কলকাতার দর্শকদের আনন্দ দেওয়া। উপভোগ্য একটা ক্রিকেট ম্যাচ উপহার দেওয়া। সেটাই আমাদের কাজ। আমরা কাল মাঠে নামব কলকাতার গর্বের কথা মাথায় রেখে। আগেও বলেছি, আবার বলছি। এই শহরের প্রতিনিধিত্ব করে একটাই টিম। সেটা কেকেআর।
প্র: সৌরভ সে ভাবে রান পাচ্ছেন না। ব্যাপারটা আপনাদের স্বস্তিতে রাখছে?
গম্ভীর: বললাম তো, আমরা কোনও ব্যক্তির বিরুদ্ধে খেলছি না। খেলছি পুণে-র বিরুদ্ধে। একজন বা দু’জনের খারাপ ফর্মে কিছু তফাত হয় না। ওদের এগারো জন ক্রিকেটার আছে। যে কেউ ব্যাট বা বলে ঝড় তুললেই তো ম্যাচটা ওরা জিতে যাবে।
প্র: কিন্তু পুণে তো টানা চারটে ম্যাচ হেরেছে...।
গম্ভীর: তো? টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনি প্রথমে টানা আটটা ম্যাচ হেরেও পরের আটটা জিততে পারেন। এক বা দু’জনের জন্য টিমটার পুরো ভাগ্য বদলে যেতে পারে। আমাদের কাজটা হল, যেটা করছি সেটা মন দিয়ে করে যাওয়া।
প্র: আপনার টিমের কয়েক জন তারকা ব্যাটসম্যান নিয়ে প্রশ্ন রয়েছে। যেমন ইউসুফ পাঠান। টানা ব্যর্থতা সত্ত্বেও খেলানো হচ্ছে।
গম্ভীর: কেকেআর শুধু গৌতম গম্ভীর, জাক কালিস বা ইউসুফ পাঠানের নয়। আমাদের কাছে একজন বা দু’জন ব্যক্তিবিশেষ খুব বড় তফাত করে না। আমরা টিম হিসাবে কী করছি না করছি, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
প্র: শনিবার প্রথমে ব্যাট করলে কত তুলতে চাইবেন?
গম্ভীর: আমি ও ভাবে ভবিষ্যদ্বাণী করি না। কখনও কখনও ১২০ তুলেও ম্যাচ জেতা যায়। আবার কখনও ১৯০ করেও লাভ হয় না।
প্র: আর টস জিতলে? কী করবেন?
গম্ভীর: সেটা প্রেস কনফারেন্স রুমে বলব কেন? |