দাঁড়িয়ে থাকা বালি-বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি বাস। মৃত্যু হয়েছে বাসের চালকের। আহত হয়েছেন বাসের ১৮ জন যাত্রী। শুক্রবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে চণ্ডীতলার পাঁচঘরার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সিউড়ি থেকে কলকাতাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়েছিল। রাস্তার পাশে বেআইনি ভাবে দাঁড়িয়েছিল ট্রাকটি। বাসটি তার পিছনে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ সেলিম (৫০) নামে বাসের চালকের। তাঁর বাড়ি বর্ধমানে। দেহ উদ্ধার করে পরে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ময়না-তদন্তে পাঠায় পুলিশ। এ দিকে, দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষ প্রাথমিক ভাবে উদ্ধারের কাজ শুরু করেন। খবর পেয়ে আসে পুলিশ। আহত বাসযাত্রীদের শ্রীরামপুর ওয়ালশ ও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। ট্রাক ও বাসটি আটক করেছে পুলিশ। ট্রাকের চালকের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে হোটেলের আশপাশে বেশির ভাগ সময়ে বেআইনি ভাবে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। অবিলম্বে পুলিশ-প্রশাসনের পদক্ষেপ করা উচিত বলে মনে করেন তাঁরা।
|
ছাঁটাই করা দুই কর্মীকে কাজে বহাল করতে হবে, এই দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট কারখানার গেটে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ধনেখালি থানার বেলমুড়ির এক বিয়ার কারখানায়। এ দিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিক্ষোভের জেরে কারখানার কর্মীরা ঢুকতে পারেননি। গ্রামের মানুষের বক্তব্য, অনেক দিন ধরে ওই কারখানায় কাজ করছেন স্থানীয় বাসিন্দা রামু মালিক ও তপন মালিক। গত সেপ্টেম্বর মাসে তাঁদের ছাঁটাই করা হয়। কর্তৃপক্ষ তাঁদের দু’জনের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ এনেছিলেন বলে দাবি গ্রামের মানুষের। বহু আবেদন-নিবেদনের পরেও দু’জনকে কাজে ফিরিয়ে নেননি কর্তৃপক্ষ। ওই দু’জনকে পুনর্বহালের দাবিতেই এ দিনের বিক্ষোভ।
|
সম্প্রতি উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে ‘বহ্নিশিখা’ ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। গত ২১-২৯ এপ্রিল আট দলের এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে উলুবেড়িয়া স্টেডিয়াম একাদশ। বাঁশবেড়িয়া রিক্রিয়েশন ক্লাবকে ১ গোলে হারায় তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন উলুবেড়িয়া স্টেডিয়াম একাদশের রাকিব। উলুবেড়িয়া স্টেডিয়ামের পরিকাঠামো বলতে এই মুহূর্তে প্রায় কিছুই অবশিষ্ট নেই। প্রায় তেরো বছর বাদে এই মাঠে কোনও খেলা হল। ফলে, এই প্রতিযোগিতাকে নিয়ে স্থানীয় মানুষের উৎসাহ ছিল প্রচুর। ফাইনাল ম্যাচের শেষে ‘বহ্নিশিখা’ ক্লাবের সম্পাদক শম্ভুনাথ দে বলেন, “খেলাধূলা, সাংস্কৃতিক উদ্যোগ এবং সমাজসেবামূলক কাজ করে থাকি আমরা। সেই সব ব্যাপারেই আরও বেশি করে মনোনিবেশ করতে চাই।”
|
লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত কনস্টেবলের। বৃহস্পতিবার, বালির দু’নম্বর জাতীয় সড়কে। মৃত নিতাই খানের (৫৪) বাড়ি নদিয়ায়। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টা নাগাদ ‘জিরো পয়েন্ট’-এর কাছে টহলদারি ভ্যান থেকে নেমে রাস্তা পেরোচ্ছিলেন বালি থানার ওই কর্মী। তখনই লরিটি তাঁকে ধাক্কা মেরে পালায়। পুলিশ জানায়, লরিটি ওয়ানওয়ে ভেঙে যাচ্ছিল।
|
শুক্রবার ভোররাতে হুগলি জেলার ডানকুনি থানার মালখানায় আগুন লেগে যায়। পুলিশকর্মীরাই দ্রুত আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পুলিশ জানায়, থানার কিছু নথি পুড়ে গিয়েছে। তবে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্টসার্কিটের ফলেই আগুন লেগেছে। |