|
|
|
|
আঙুল দিল্লির দিকে |
ত্রুটিপূর্ণ মার্কশিট ফিরিয়ে নিচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
স্নাতক স্তরে প্রথম ও তৃতীয় সেমিস্টারের সমস্ত ত্রুটিপূর্ণ মার্কশিট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে কথা দিয়েছে, সাত দিনের মধ্যেই সংশোধিত মার্কশিট কলেজগুলিতে পৌঁছে দেওয়া হবে। এ জন্য ভুলে-ভরা মার্কশিটগুলি দ্রুত বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কলেজ অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বার আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ওই দুই সেমিস্টারের পরীক্ষার ফলাফলে প্রচুর ভুলভ্রান্তি ধরা পড়ে। বিশেষ করে আগের সেমিস্টারে কোনও বিষয়ে ফেল করে যারা এ বার ওই বিষয়ে পরীক্ষা দিয়েছে, তাদের সবার মার্কশিটে দেখা গিয়েছে, গত বছরের নম্বর হুবহু বসে গিয়েছে। এতে ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা নাগাড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিলচর শহরে হয়েছে সড়ক অবরোধও। গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজ অধ্যক্ষ, শিক্ষক সংস্থা এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হলেও শুরু থেকেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রণবেন্দ্র দেবনাথ, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর বিভাস দেব, ফলাফল তদন্ত কমিটির প্রধান সত্যভূষণ পাল উপস্থিত থাকলেও ছাত্র প্রতিনিধিদের একাংশ উপাচার্য তপোধীর ভট্টাচার্যের উপস্থিতির দাবিতে হট্টগোল বাধায় বলে অভিযোগ। এ নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যেও বিভাজন দেখা দেয়। এক সময় হাতাহাতির উপক্রম হলে উপাচার্যের উপস্থিতির দাবিতে সরব ছাত্ররা সভা ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সভাস্থল ছাড়েন বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত কর্মকর্তারাও।
পরে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছেন, বৈঠকে চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তা হল--সাত দিনের মধ্যে মার্কশিট সংশোধন, ফেল করা ছাত্রদেরও চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসার সুযোগ, সোমবার অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে পরীক্ষা পিছিয়ে নতুন সূচি প্রস্তুত এবং গ্রীষ্মের ছুটি পিছিয়ে দেওয়া।
আসাম কলেজ শিক্ষক সংস্থার প্রতিনিধিদের বক্তব্য, চারটি বিষয়কে সভার সিদ্ধান্ত বলে চালানো হলেও সভায় আসলে কোনও সিদ্ধান্তই হয়নি। আহ্বায়করা পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে সভা ছেড়ে বেরিয়ে আসেন। অ্যকাডেমিক কাউন্সিল গ্রীষ্মের ছুটিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁরা সহযোগিতা করবেন না বলেও আগাম জানিয়ে দেওয়া হয়। এবিভিপি নেতাদের বক্তব্য, এনএসইউআই সভা ভেস্তে দেয়। অন্য দিকে এনএসইউআইয়ের পাল্টা অভিযোগ, ফলাফল নিয়ে রাজনীতি করতেই এবিভিপি-ই সভা বানচাল করে দেয়। |
|
|
|
|
|