ফের আত্মঘাতী মণিপুরি যুবক |
উত্তর-পূর্বকে নিরাপত্তার আশ্বাস দিলেন চিদম্বরম |
নিজস্ব প্রতিবেদন |
উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তাঁদের সুরক্ষার জন্য কেন্দ্রের তরফে সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই বিষয়ে রাজ্যগুলিরও সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চিদম্বরম।
সম্প্রতি গুরগাঁওতে ডানা সিলভার সাংমা ও বেঙ্গালুরুতে রিচার্ড লোইতামের মৃত্যু নিয়ে বিক্ষোভ দানা বেধেছে উত্তর-পূর্বের মানুষের মনে। গুরগাঁওয়ে অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে উদ্ধার হয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাইঝি ডানার দেহ। পরীক্ষার সময়ে তিনি টোকাটুকি করেছিলেন এই দাবিতে ডানাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।
ডানার বন্ধু ও সহপাঠীদের দাবি, উত্তর-পূর্বের মেয়ে বলেই তাঁর প্রতি এই ব্যবহার করা হয়েছে। অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হন। সহপাঠীদের ঘুঁষিতে মণিপুরি যুবক রিচার্ড লোইতামের মৃত্যু হয় বলে অভিযোগ। লোইতাম উত্তর-পূর্বের বাসিন্দা বলেই তাঁর মৃত্যুর পরে সঠিক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর মা বিদ্যাবালিদেবী ও বন্ধুরা। |
|
প্রতিবাদ মিছিল গুয়াহাটির রাস্তায়। ছবি: উজ্জ্বল দেব |
আজ রাজ্যসভায় এই প্রসঙ্গটি তোলেন বিরোধী দলনেতা অরুণ জেটলি। জেটলি বলেন, বিভিন্ন শহরে জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন উত্তর-পূর্বের শিক্ষার্থীরা। ডানা ও লোইতামের মৃত্যুর ফলে উত্তর-পূর্বের শিক্ষার্থীদের মনে ক্ষোভ তৈরি হওয়ার কথা মেনে নিয়েছেন চিদম্বরম। তবে কেন্দ্র কোনওভাবেই বৈষম্য মেনে নেবে না বলে সাফ জানান তিনি। সম্প্রতি দিল্লিতে ব্রিকস রাষ্ট্রগোষ্ঠীর সম্মেলনের সময়ে কিছু তিব্বতিকে আটক করা হয়। সেই সময়ে চেহারায় মিলের ফলে আটক হন উত্তর-পূর্বের কয়েক জন শিক্ষার্থীও। এই ঘটনাতেও জাতি বৈষম্যের অভিযোগ উঠেছিল। তাও উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডানা ও লোইতামের মৃত্যু নিয়ে পুলিশ ঠিক পদক্ষেপ করছে বলেও দাবি তাঁর।
ডানার প্রতি কোনও বৈষম্য দেখানো হয়নি বলে আজ দাবি করেছে অ্যামিটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদ্মকলি বন্দ্যোপাধ্যায়ের দাবি, পরীক্ষার সময়ে ডানার কাছে মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। এ ক্ষেত্রে যে কোনও শিক্ষার্থীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। ডানাকে হেনস্থা করা হয়নি।
লোইতামের মৃত্যু নিয়ে আজ বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এই কর্মসূচির আয়োজন করেছিল মণিপুরের বিভিন্ন ছাত্র সংগঠন। গুয়াহাটিতেও গতকাল মিছিলে প্রতিবাদ মিছিলে যোগ দেন তরুণ-তরুণীরা।
এই পরিস্থিতিতেই বেঙ্গালুরুতে ফের অস্বাভাবিক মৃত্যু হয়েছে মণিপুরের আর এক ছাত্রের। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর একটি কলেজে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন জাকিও হেইসনাম। গতকাল রাতে প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে তিনি গলায় তার জড়িয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। জাকিওর প্রেমিকাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পুলিশ জানিয়েছে, জাকিওর বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। |
|