রাষ্ট্রপতি ভোট নিয়ে জোর বিতর্ক সরকারের ঘরে-বাইরে
ম্যানিলায় বসেও প্রশ্নের মুখে প্রণব
কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদ প্রার্থী করা নিয়ে রাজনীতির অলিন্দে জল্পনা উচ্চগ্রামে ঠিকই! কিন্তু শরদ পওয়ার থেকে শুরু করে ইউপিএ-র শরিক নেতারাই প্রশ্ন তুলছেন, প্রণববাবুকে রাষ্ট্রপতি প্রার্থী করতে কংগ্রেস কি প্রস্তুত? বরং কংগ্রেস কাকে রাষ্ট্রপতি প্রার্থী করতে চাইছে, সেই নাম প্রকাশের জন্য এখন সনিয়া গাঁধী তথা কংগ্রেসের ওপরেই চাপ তৈরি হচ্ছে।
সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে কৌতূহল পিছু ছাড়ছে না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) বার্ষিক বৈঠকে যোগ দিতে ফিলিপিন্সে যাওয়া প্রণববাবুরও। প্রশ্ন উঠছে তাঁর প্রার্থী হওয়া নিয়েও। যার জবাবে একটাই বর্ম প্রণববাবুর, “এ সব নিছকই জল্পনা।” কিন্তু মুখে সে কথা বললেও, দিল্লির পরিস্থিতি নিয়ে ম্যানিলায় বসেই আজ বারবার খোঁজখবর নিয়েছেন তিনি। মহাভারত থেকে শুরু করে ফিলিপিন্সের ইতিহাস নিয়ে ঘরোয়া আলোচনা করলেও, চিন্তা রয়েছে দিল্লির জন্য। সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেলের সঙ্গেও তাঁর আজ দীর্ঘ কথা হয়েছে। সিপিএম তথা বামেদের বাদ দিয়েও ইউপিএ-র প্রার্থীকে কী ভাবে জেতানো সম্ভব, সে বিষয়ে দূরভাষে আলোচনা করেছেন দু’জনে। পরে প্রণববাবু বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে কোনও আলোচনাই হবে না। সংবাদমাধ্যম খামোখা বিষয়টি নিয়ে হইচই করছে।”
ম্যানিলায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ভারতের
স্টলে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার। ছবি: পিটিআই
ঘরোয়া আলোচনায় কংগ্রেসের একাংশ সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায় ও উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির নাম তুলে ধরায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই অবস্থায় আজ শরদ পওয়ারের এনসিপি-র মুখপাত্র ডি পি ত্রিপাঠি বলেন, “কংগ্রেস আগে তো প্রার্থীর নাম জানাক। তার পর তো পছন্দ-অপছন্দের প্রশ্ন।” এনসিপি নেতৃত্বের বক্তব্য, প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেস প্রার্থী করলে এনসিপি সমর্থন জানাতে প্রস্তুত। কিন্তু কংগ্রেস কি আদৌ তা করবে!
রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র সম্ভাব্য প্রার্থী সম্পর্কে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই সঙ্গে এ-ও জানতে চান, কোনও বাঙালি রাজনীতিককে প্রার্থী করা হলে তিনি কি সমর্থন জানাবেন? জবাবে মমতা বলেন, “সব বিকল্প খোলা রয়েছে। তা ছাড়া রাষ্ট্রপতি ভোটের আগে এখনও অনেক সময় বাকি।” সেই সঙ্গে হেঁয়ালি করে আজও মমতা বলেন, “আমিই প্রার্থী!” এই নিয়েই এ দিন শরদ পওয়ার ও মুলায়ম সিংহ যাদবের সঙ্গে কথা বলেন সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট ও পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। পরে চার বাম দল নিজেদের মধ্যেও আলোচনা করে। সিপিএম সূত্রে বলা হয়, কংগ্রেস কাকে প্রার্থী করে, তা দেখে ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে আলোচনা করে তাঁরা সিদ্ধান্ত নেবেন।
সব মিলিয়ে এখন সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশের জন্য কংগ্রেসের ওপর চাপ বাড়ছে। কংগ্রেস কতটা সময় নেবে, এখন সেটাই দেখার। তবে ইউপিএ-র এক শরিক নেতা বলেন, গত বার রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর নাম প্রকাশ করেছিলেন সনিয়া। কিন্তু পাঁচ বছর আগে কংগ্রেসের রাজনৈতিক শক্তি ও আজকের পরিস্থিতি এক নয়। ফলে গত বারের মতো একেবারে শেষ মুহূর্তে প্রার্থীর নাম প্রকাশ করার সূত্র এ বার নাও খাটতে পারে। হতে পারে শরিক ও সমর্থকদের চাপে বিজ্ঞপ্তি জারির আগেই আলোচনা শুরু করতে হবে সনিয়াকে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.