শোভনদেব-দোলার বিভেদে ‘সেতুবন্ধনের’ প্রয়াস সুব্রতর
তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতা-নেত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও দোলা সেনের শিবিরের মধ্যে ‘সেতুবন্ধনে’র দায়িত্ব পালন করলেন দলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যার মূল লক্ষ্য বিবাদ মিটিয়ে দুই সংগঠনকে মিলিয়ে দেওয়া। বলা বাহুল্য, তাঁকে ওই দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন ঘটনায় ‘বিড়ম্বিত’ রাজ্য সরকারের মুখরক্ষার দায়িত্ব পালনের মতোই শুক্রবারও আইএনটিটিইউসি-র দুই নেতানেত্রীর ‘সমান্তরাল’ দুই সমাবেশে উপস্থিত হয়ে বিভেদে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুব্রতবাবু। বললেন, “দু’টি কর্মসূচির কোনওটাই একে অপরের পাল্টা নয়। বরং পরিপূরক।” তবে সুব্রতবাবুর প্রচেষ্টা কতটা ‘সফল’ হবে, তা নিয়ে সংশয় তৃণমূলের অন্দরেই।
মমতার নির্দেশেই এ দিন সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত প্রথমে মিছিল করেন দোলা-অনুগামীরা। মিছিল-শেষে মেট্রো চ্যানেলের সমাবেশে সুব্রতবাবু ছাড়াও ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, বিধায়ক নির্মল ঘোষ প্রমুখ। আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলার নেতৃত্বে সভার অনতিদূরে কলকাতা পুরসভার সামনে তখনই চলছিল শোভনদেববাবুর নেতৃত্বে ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নে’র সভা। দুই সভাতেই জমায়েত ছিল ভাল। একই দিনে একই দলের শ্রমিক সংগঠনের দু’টি কর্মসূচি নিয়ে দুই শিবিরের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’র ‘অস্বস্তি’ কাটাতেই সুব্রতবাবু দুই সভাতেই গিয়েছিলেন। যিনি বলেন, “দু’টো সভাই সংগঠনের সরকারি কর্মসূচি। পুরসভারটা সংগঠনের বার্ষিক সম্মেলন। আর ধর্মতলারটা সরকারের বর্ষপূর্তি উপলক্ষে। এরকম হতেই পারে। কোনও বিভ্রান্তি নেই।”
আইএনটিটিইউসি-র ‘সমান্তরাল’ সমাবেশ। শোভনদেব চট্টোপাধ্যায়।
তবে ‘বিভ্রান্তি’ যে রয়েই যাচ্ছে, তা-ও স্পষ্ট সুব্রতবাবুর বক্তব্যেই। তিনি দুই সভাতেই বলেন, “এ বার থেকে দু’টো আইএনটিটিইউসি থাকবে না। একটাই থাকবে।’’ বহু কারখানায় আইএনটিটিইউসি-র দু’টো করে ইউনিয়ন আছে। তা যে ‘বরদাস্ত’ করা হবে না, তা জানিয়ে তিনি বলেন, “জাতীয় স্তরে আমাদের ট্রেড ইউনিয়নকে বিস্তার করার ভার আমাকে দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বকে জানিয়েছি, এক বছরের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে সংগঠনের ৬০ শতাংশ ইউনিট খুলব। আমাদের ক্ষমতা দেখিয়ে দেব।’’ তবে পুরকর্মীদের নিয়ে তাঁর নেতৃত্বে আইএনটিটিইউসি-র সমাবেশ যে ‘নতুন’ নয়, তা ব্যাখ্যা করে শোভনদেববাবু বলেন, “এই ট্রেড ইউনিয়নের অনুমোদিত নম্বর ০০১। তৃণমূলের প্রথম স্বীকৃত ইউনিয়ন। ৩৭ তম সম্মেলন হল এ বার। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা অনেক বার এই সমাবেশে এসেছেন। এটা নতুন কোনও সভা নয়।” দলের শ্রমিক সংগঠন গড়ার মুখ্য দায়িত্ব বরাবর তাঁকেই সামলাতে হয়েছে, মনে করিয়ে দিয়ে আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি শোভনদেববাবু বলেন, “লড়াই করে সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত সংগঠন গড়ে তুলতে চেয়েছি। হাজার হাজার শ্রমিক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে থেকেছি। এখনও রয়েছি।”
শোভনদেববাবুর সমাবেশে যোগ দিয়েছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ অতীন ঘোষ প্রমুখ।
অন্য সভায় দোলা সেন।
‘অনুগত’ নেতা হিসেবে দায়িত্ব পালন সত্ত্বেও আইএনটিটিইউসি-র পদ থেকে তাঁকে সরানোর পর দোলা-পূর্ণেন্দুর সঙ্গে ‘দূরত্ব’ বাড়ে শোভনদেববাবুর। তাই তাঁকে ‘পৃথক’ সমাবেশ করতে হয়েছে বলে আগেই দাবি করেছিলেন তিনি। এ দিনও নাম না-করে দোলা-শিবিরকে ‘লতানে গাছ’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “মমতা বটগাছ। ওর ছায়ায় বহু মানুষ আশ্রিত। লতানে লাউগাছকে ঠেকা দিয়ে রাখতে হয়। লতানে গাছকে বটগাছ ভাবলে ভুল হবে।” মে-দিবসে মেট্রো চ্যানেলের এক সভায় শ্রমমন্ত্রী পূর্ণেন্দুবাবু শুধু নিজেদের দাবিদাওয়া আদায় না-করে শ্রমিকদের কারখানার উৎপাদনের দিকেও নজর দেওয়ার কথা বলেছিলেন। যার প্রেক্ষিতে এ দিন শোভনদেবাবুর বক্তব্য, “কেউ যদি বলেন শুধু উৎপাদন করতে হবে, সেটা ভুল। এটা চিন নয়। চিনে শ্রম-আইনে ধর্মঘটের অধিকার নেই। এখানে সংগ্রামের অধিকারের পাশাপাশি উৎপাদন আমাদের লক্ষ্য।” দুই শিবিরের নেতাদের ‘অমিলে’র মধ্যে ‘মিল’ও অবশ্য রয়েছে। শোভনদেববাবু যেমন কাজে ফাঁকি না দিয়ে কারখানা সচল রেখেই আন্দোলন করতে হবে বলে কর্মীদের নির্দেশ দিয়েছেন, তেমনই ধর্মতলায় দোলা-পূর্ণেন্দুরা বলেছেন, কারখানা চালু রেখে আন্দোলন করতে। কারণ, স্বয়ং মমতা ‘শিল্পমুখী’ ভাবমূর্তি গড়তে ধর্মঘট-অবরোধের রাস্তা থেকে সরে এসেছেন।
দলের এক শীর্ষ নেতার মন্তব্য, “দলনেত্রী যখন শ্রমিকের দাবি আদায়ের চিরাচরিত বন্ধ-অবরোধের রাস্তা থেকে সরে এসেছেন, তখন অন্যরা অন্য পথে যাবে কোন সাহসে! যতই বিভেদ থাকুক, ওই মিলটা তো থাকতেই হবে!”

—নিজস্ব চিত্র
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.