নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
আস্থা ভোটে পরাজিত হয়ে পদ খোয়ালেন প্রধান। রামপুরহাট ১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতে ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পর এই নিয়ে চার বার প্রধান পদে অনাস্থা আনা হল। চারবারই দায়িত্বপ্রাপ্ত প্রধান তাঁর পদ খোয়ালেন।
চতুর্থবারের অনাস্থায় ওই পঞ্চায়েতের প্রধান পদ থেকে অপসারিত হলেন কংগ্রেসের সীমা লেট। গত পঞ্চায়েত নির্বাচনের পর ১৪ সদস্যের বড়শাল পঞ্চায়েতে দলগত অবস্থান ছিল কংগ্রেস ২, সিপিএম ৩, ফরওয়ার্ড ব্লক ৩, নির্দল ৪, তৃণমূল ১ এবং বিজেপি ১। কংগ্রেসের সীমা লেট ২০০৮ সালে প্রথমে প্রধান নির্বাচিত হন। কিন্তু বছর ঘুরতেই ২০০৯ সালে অনাস্থায় হেরে যান সীমাদেবী। তখন প্রধান হন ফরওয়ার্ড ব্লকের প্রতিমা মণ্ডল। ২০১০ সালে ফের অনাস্থা আনা হয় প্রধানের বিরুদ্ধে। আবার প্রধান হন সীমাদেবী। সেই প্রধান এ বার দ্বিতীয় বারের জন্য অনাস্থায় হেরে গেলেন।
এ দিন ভোটাভুটিতে ১৪ জন সদস্যের মধ্যে ফরওয়ার্ড ব্লকের ৩ জন, সিপিএম থেকে বিতাড়িত তৃণমূলে যোগ দেওয়া ২ জন, বিজেপির ১ জন এবং ২ জন নির্দল সদস্য নিয়ে মোট ৮ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। বাকি ২ কংগ্রেস সদস্য, তৃণমূল ও সিপিএমের ১ জন করে সদস্য এবং ২ নির্দল সদস্য ভোটদানে যোগ দেননি। রামপুরহাট ১ ব্লকের পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক তুহিন মির্ধার উপস্থিতিতে এ দিনের ভোটে হেরে গেলেন কংগ্রেসের সীমা লেট। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই নতুন প্রধান নির্বাচিত হবেন। |