নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির দাপটে ক্ষয়ক্ষতি হয়েছে রাজনগরের জয়পুর-সহ আশপাশের তিন-চারটি গ্রামে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন জয়পুর, মুরগাথলি, গোয়াবাগান, রুহিদা প্রভৃতি গ্রামের কিছু টিনের চাল ও খড়ের চালের বাড়ি সম্পুর্ণ বা আংশিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি বহু গাছও ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জয়পুর উচ্চ বিদ্যালয় চত্বরে থাকা ইএফআর জওয়ানদের ছাউনির। ঝড়ে ওই ছাউনিটির টিনের চালের একটা বড় অংশ উড়ে যাওয়ায় কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছেন ৪৩ জন ইএফআর জওয়ান। শুধু মূল ছউনিটাই নয় ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক তাঁবু, রান্নাশালা। |
উড়ে গিয়েছে ইএফআর ক্যাম্পের ছাউনি। ছবি: দয়াল সেনগুপ্ত। |
প্রসঙ্গত ২০০৮ সালে খুন হয়েছিলেন রাজনগরের দুই সিপিএম নেতা। প্রশাসনের দাবি ছিল, ওই দু’টি খুনের পিছনে মাওবাদীররা রয়েছে এবং ওই বছরেই ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া রাজনগরের জয়পুর উচ্চ বিদ্যালয় চত্বরে ইএফআর ক্যাম্প বসায় প্রশাসন। জওয়ানদের জন্য তৈরি হয় টিনের চাল বিশিষ্ট ছাউনি। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “যত দ্রুত সম্ভব ইএফআর জওয়ানদের ছাউনিটা মেরামত করার ব্যবস্থা হচ্ছে।” শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, মূল ছউনিটা থেকে বেশ কয়েক মিটার দূরে গিয়ে পড়েছে চালের টিন। তার উপরেই শুকচ্ছে জাওয়ানদের পোশাক, বিছানা, প্রয়োজনীয় কাগজপত্র। ইএফআর জওয়ানদের কথায়, গতকাল বিকেল সাড়ে চারটা পাঁচটা নাগাদ প্রচণ্ড ঝড়ে তাঁদের ছাউনির চাল উড়ে যায়। মোট পাঁচটি ঘরের ছাদ না থাকায় ঘরে জল ঢুকে তাঁদের সব ভিজিয়ে দেয়। যে ভাবে টিনগুলি উড়ছিল তাতে বিপদ ঘটতেই পারত। |