টুকরো খবর
বিদ্যুৎবিভ্রাটে ক্ষোভ চাষির
অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। যেটুকু সময় থাকে তা এতটাই লো-ভোল্টেজ যে স্যালো না চলায় বিপাকে পড়তে হচ্ছে বোরো চাষিদের। জ্বলে না বাতিও। সন্ধ্যা হলেই এলাকার বাজারঘাট বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি চলছে বলে অভিযোগ। বারবার আবেদন জানিয়েও ফল না হওয়ায় বুধবার ৫ ঘন্টা ধরে দুটি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো চাষি, বাসিন্দা ও ব্যবসায়ীরা। মালদহের চাঁচলের আশাপুর ও খরবায় চাঁচল-আশাপুর রাজ্য সড়কে ওই সড়ক অবরোধ হয়। টানা অবরোধের জেরে রায়গঞ্জের সঙ্গে চাঁচল সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নাকাল হতে হয় যাত্রীদের। এলাকায় যান চাঁচলের ভারপ্রাপ্ত মহকুমাশাসক। তাঁর আশ্বাসে দুপুর ৩টায় অবরোধ ওঠে। মহকুমাশাসক অশোক সরকার বলেছেন, “বিদ্যুৎ বন্টন কোম্পানির বিষয়টি জানানো হয়েছে। সামসিতে নতুন একটি ট্রান্সফর্মার বসানোর কাজ চলছে। সেটা শেষ হলেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।” বিদ্যুৎ বন্টন কোম্পানির মালদহের ডিভিশনাল ম্যানেজার দীপক মন্ডল বলেন, “প্রচন্ড গরম পড়ার পাশাপাশি বোরো ধানের মরশুমে সেচের কাজ চলছে। এতেই মূলত সমস্যা দেখা দিয়েছে। দ্রুত যাতে সমস্যা মেটে তা দেখা হচ্ছে।” দফতর সূত্রে জানা গিয়েছে, বোরোর মরশুম হওয়ায় স্যালো চালানোর জন্য বহু চাষিই অস্থায়ী সংযোগ নিয়েছেন। এতে বাড়তি চাপ পড়ায় সমস্যা দেখা দিয়েছে। এদিন সকাল ১০টা থেকে আশাপুর ও খরবায় অবরোধ শুরু হয়। রাজ্য সড়কের উপর বেঞ্চ পেতে বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু হয়। বাসিন্দারা জানান, ৩০টি গ্রামের কয়েক হাজার চাষি দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছেন। বহু জমিতে বোরো ধান নষ্ট হতে বসেছে।

গাছে বেঁধে মার শিশুকে
আম চুরির অভিযোগে ৬ বছরের শিশুকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপন থানার হজরতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, রাজীব সরকার নামের শিশুটি বর্তমানে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, তার শরীরে মারধরের অনেক চিহ্ন রয়েছে। শিশুটির বাবা নজরুল সরকার আম বাগানের মালিক সহ ৬ জনের বিরুদ্ধে তপন থানায় অভিযোগ দায়ের করেছেন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “গুরুতর অভিযোগ। আমবাগানের মালিক সহ ৬ জনকে গ্রেফতার করতে তল্লাশি শুরু হয়েছে।” বাগান মালিকদের পরিবারের পক্ষে অবশ্য পুলিশকে জানানো হয়েছে, মারধরের অভিযোগ ঠিক নয়। তপন থানার ওসি সঞ্জীব বিশ্বাস ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন। পুলিশ জানায়, ওই দিন বিকেলে কয়েকজনের সঙ্গে আম কুড়োতে যায় রাজীব। ফেরার পথে বাগানের পাহারাদারা তাড়া করলে অন্যরা পালিয়ে যায়। রাজীবকে ধরে বাগানে নিয়ে যাওয়া হয়। গাছে বেঁধে তাকে মারধর করা হলে সে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে শিশুটির বাড়ির লোকজন সেখানে যান। অজ্ঞান শিশুটিকে তপন স্বাস্থ্যকেন্দ্রে ও পরে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পড়শি খুনে যাবজ্জীবন পাঁচ জনের
পড়শি খুনের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার মালদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জিৎ মজুমদার ওই রায় দেন। আদালত সূত্রের খবর, সাজাপ্রাপ্তদের নাম হুমায়ুন মিঁয়া, সাজেদ আলি, ইসলাম মিঁয়া, সিন্টু মিঁয়া এবং মেঘু শেখ। ১৯৮০ সালে খুনের ঘটনাটি ঘটে বৈষ্ণবনগর থানার কুপকানদি গ্রামে। ঘটনার ৩২ বছর পর এদিন অভিযুক্তদের সাজা ঘোষণা হয়েছে। নিহতের নাম শিশির মণ্ডল। সরকারি আইনজীবী নার্গিস আরা খাতুন জানান, ঘটনার দিন হুমায়ুন মিঁয়ার কয়েকটি হাঁস নিহত শিশিরবাবুর জমিতে ঢুকে গিয়েছিল। তিনি হাঁসগুলিকে তাড়িয়ে দেন। পরে হাঁসগুলি না পেয়ে হুমায়ুন এবং বাকি পাঁচজন শিশিরবাবুকে মারধর করে খুন করে। তার পরে পায়ে পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। দুই দিন পর দেহ উদ্ধার হয়। ৬ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। পরে এক জন মারাও যান। দীর্ঘদিন মামলা চলার পর এ দিন রায় ঘোষণা হল।

গ্রেফতার স্বামী
এক গর্ভবতী বধূকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিন দিনাজপুরের বালুরঘাট থানার বোল্লা বসন্তহার এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম উন্নতি হালদার (১৯)। তিনি আট মাসের গর্ভবতী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অমল হালদার। এই ঘটনায় অপর অভিযুক্ত বধূর শ্বশুর অশ্বিনী হালদার পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে দিওড় এলাকার বাসিন্দা নিহতের সঙ্গে অমল হালদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর উপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাতেন বলে অভিযোগ। গত মঙ্গলবার উন্নতি দেবী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।

বিধায়ক দল
ভূমি ও ভূমি সংস্কার দফতরের রাজস্ব আদায়ের হার দেখে অসন্তোষ প্রকাশ করল রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। বুধবার বিধানসভার পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি-সহ ৫ সদস্যের বিধায়ক দল কোচবিহারে আসেন। বনমন্ত্রী হিতেন বর্মন, বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ-সহ সরকারি আদিকারিকদের সঙ্গে তাঁরা সার্কিট হাউসে বৈঠক করেন। বৈঠকে জেলা ভূমি সংস্কার দফতর গত বছরে ৩৭ লক্ষ টাকা রাজস্ব আদায় করেছে জেনে সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.