গাফিলতিতে আগুন লাগলে জরিমানা, নয়া বিধি দমকলের
য় বাড়াতে এ বার কর-বহির্ভূত রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নিল রাজ্যের দমকল দফতর।
যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না-থাকায় কোনও বেসরকারি বাণিজ্যিক বা আবাসিক বাড়িতে আগুন লাগলে কিংবা সরঞ্জাম না-থাকায় আগুন প্রতিরোধে গাফিলতি হলে সেই বাড়ির মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। বুধবার মহাকরণে এই সিদ্ধান্তের কথা জানান দমকলমন্ত্রী জাভেদ খান। জরিমানার পরিমাণ ২০-২৫ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে সরকারি বাড়ির ক্ষেত্রে ওই জরিমানা ধার্য হবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী।
বড়বাজারের নন্দরাম মার্কেট, পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ট থেকে শুরু করে ঢাকুরিয়ার আমরি হাসপাতাল, হাতিবাগান বাজারের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ক্ষত এখনও দগদগে। এত দিন আইনে জরিমানা নেওয়ার সংস্থান থাকলেও কোনও বিধি না-থাকায় তা প্রয়োগ করা যায়নি। ১৯৫০ সালের দমকল আইনের ৩৮ (খ) ধারা অনুযায়ী এ বার নতুন বিধি প্রণয়ন করা হচ্ছে। বিধি তৈরি হলে তা রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন করানো হবে। জাভেদ বলেন, “মাসখানেকের মধ্যেই সারা রাজ্যে জরিমানার ব্যবস্থা চালু হয়ে যাবে।” এত দিন আগুন নেভানোর পরে ক্ষেত্রবিশেষে ‘সার্ভিস চার্জ’ নিত দমকল। রাজ্যে জরিমানার ব্যবস্থা এই প্রথম। মন্ত্রী জানিয়ে দেন, কোনও বাড়িতে আগুন লেগে মৃত্যু বা আহত হওয়ার ঘটনা ঘটলে সেখানে জরিমানা দিয়ে ছাড় মিলবে না। আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের মতো সেই সমস্ত ক্ষেত্রে পুলিশে অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দমকলমন্ত্রীর দাবি, জরিমানা চালু করলে দু’ভাবে সুফল মিলবে। প্রথমত, সরকারের আয় বাড়বে। দ্বিতীয়ত, বাণিজ্যিক সংস্থা এবং আবাসনের মালিকেরাও অগ্নি প্রতিরোধক ব্যবস্থা রাখার ব্যাপারে সচেতন হবেন। এর ফলে অগ্নিকাণ্ড কমবে। বস্তুত জরিমানা আদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তিনি জানান, বি বা দী বাগ এলাকার একটি বহুতলে গত সেপ্টেম্বরে আগুন লাগার পরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে প্রায় ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে তাঁর দফতর। কিন্তু দুর্ঘটনাজনিত কারণে বা অনিচ্ছাকৃত ভাবে কোনও আবাসিক বা বাণিজ্যিক বাড়িতে আগুন লাগলে সেখানকার মালিকদেরও কি জরিমানা দিতে হবে? দমকলমন্ত্রী জানান, যদি দেখা যায়, সেই বাড়িতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গ্যাস সিলিন্ডার বা কেরোসিনের ড্রাম মজুত ছিল অথবা বসতবাড়ি বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয়েছে, সে-ক্ষেত্রে অবশ্যই জরিমানা নেওয়া হবে। তবে জরিমানার ক্ষেত্রগুলি নতুন বিধিতে স্পষ্ট করে দেওয়া হবে। মহাকরণের মতো সরকারি বাড়িতেও তো ইদানীং ঘনঘন আগুন লাগছে। দমকল দফতর কি সেই সব অগ্নিকাণ্ডের জন্য পূর্ত দফতরকে জরিমানা দিতে বলবে? দমকলমন্ত্রীর পাল্টা প্রশ্ন, “সরকার কখনও সরকারের কাছ থেকে জরিমানা নিতে পারে কি?



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.