|
|
|
|
নির্বাচন-বিধির গেরো |
পশ্চিমে শিকেয় উন্নয়নের কাজ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নির্বাচন-বিধি লাগু হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলায়। রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রে আগামী ১২ জুন উপ-নির্বাচন। তার মধ্যে একটি হল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর। দাসপুরের তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার অকাল-প্রয়াণে ওই আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জেলার কোনও একটি কেন্দ্রে নির্বাচন হলেই জেলা জুড়েই নির্বাচন-বিধি মান্য করতে হবে। মঙ্গলবার নিবার্চনের দিন ঘোষণার মধ্যে দিয়ে সেই বিধি লাগু হয়ে যাওয়ায় নতুন করে জেলায় আর উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া যাবে না। ইতিমধ্যেই জেলা প্রশাসন জেলার বিভিন্ন স্তরের আধিকারিকদের সেই নির্দেশিকা পাঠিয়েও দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক পার্থ চক্রবর্তী বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ীই নির্বাচনের দিন ঘোষণার পর থেকে নতুন করে কোনও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা যায় না। জেলার সমস্ত আধিকারিককেই তা জানিয়ে দেওয়া হয়েছে।”
নির্বাচন হবে ১২ জুন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ মে। ১৮ মে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। গণনা হবে ১৫ জুন। ওই সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে জেলার যাবতীয় উন্নয়ন কর্মসূচি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেবলমাত্র দু’টি কাজ করা যাবে। একশো দিনের প্রকল্পে মানুষ কাজ চাইলে কাজ দিতেই হবে। অন্য দিকে, কেন্দ্রের বিশেষ আর্থিক সহায়তায় যে ‘ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান’ বা আইএপি-র কাজ আগে থেকেই চলছিল, তা চালিয়ে যাওয়া যাবে। এ ছাড়াও নির্বাচনের দিন ঘোষণার আগে যে সমস্ত কাজের ওয়ার্ক-অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল--সেই সব কাজও চলবে। তবে নতুন করে কোনও পরিকল্পনা গ্রহণ বা তা কার্যকরী করা যাবে না। এমনকী বিধায়ক ও সাংসদদের এলাকা উন্নয়ন তহবিলের টাকাতেও কাজ করা যাবে না। ফলে আপাতত, জেলায় বহু কাজই থমকে গেল। এই বিধির মেয়াদ যখন ফুরোবে, তখন আবার বর্ষা। সে সময়েও কাজকর্ম বিশেষ হবে না। তার মানে সেই শীতের আগে জেলায় উন্নয়ন-কাজ গতি পাবে না বলেই আশঙ্কা। |
|
|
|
|
|