সানিয়া মির্জা দুটো ব্যাপার ঘোষিত করলেন পাকিস্তানের নামী সংবাদপত্রে।
এক) পাকিস্তানের সেরা টেনিস প্লেয়ার আইসাম কুরেশির সঙ্গে মিক্সড ডাবলসে জুটি বাঁধছেন না।
দুই) পরপর তিন বার অস্ত্রোপচারের ফলে পেশাদার সার্কিটে সিঙ্গলস খেলা ছেড়েই দিচ্ছেন। “টেনিস আর অস্ত্রোপচার, নিজের শরীরে দুটো জিনিসের ধকল একসঙ্গে নেওয়াটা সত্যিই ভীষণ কঠিন। আমার গত চার বছরে তিন বার অস্ত্রোপচার হওয়ার পর সিঙ্গলস আর ডাবলস একসঙ্গে বছরভর খেলে চলাটা এক রকম অসম্ভব হয়ে উঠেছে। সে জন্য সিঙ্গলস খেলা কার্যত ছেড়েই দিয়েছি,” বলেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী। ভারতের সর্বকালের সেরা মেয়ে টেনিস তারকা পাক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, “আপনাদের দেশের এক নম্বর টেনিস তারকা আইসাম কুরেশি খুব ভাল প্লেয়ার। আমার খুব ভাল বন্ধুও। কিন্তু ওর সঙ্গে মিক্সড ডাবলসে জুটি বাঁধার এখনই কোনও সম্ভাবনা নেই। মহেশ ভূপতি আর আমার মিক্সড ডাবলস জুটিটা খুব ভাল করছে। আমাদের জুটি নিয়মিত গ্র্যান্ড স্লাম খেলছে। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নও হয়েছি আমরা।” সানিয়ার ইঙ্গিত, আসন্ন লন্ডন অলিম্পিকেও মিক্সড ডাবলসে মহেশের সঙ্গেই খেলবেন।
সিঙ্গলসে ১৮১ নম্বর সানিয়ার ডাবলসে এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিং ৮। “অলিম্পিক ডাবলসে সরাসরি খেলার যোগ্যতা পাওয়ার জন্য বিশ্বের প্রথম দশে থাকতে সামনের মাস দুয়েক আমাকে যা-যা করতে হবে, সব করব” বলেছেন সানিয়া। চলতি সপ্তাবে যিনি স্টুটগার্ট ওপেনে ডাবলস খেলছেন নতুন পার্টনার ইতালির ফ্লাভিয়া পানাত্তার সঙ্গে। |