এ এফ সি কাপে ইস্টবেঙ্গলের ব্যর্থতা অব্যাহত। তারা জর্ডনের আম্মানে ১-৪ গোলে আত্মসমর্পণ করল ইয়েমেনের আল ওরুবার কাছে। মেহতাব ও পেন ছাড়া প্রায় পুরো দলই দাঁড়িয়েছিল। রক্ষণ জঘন্য। ৩২ মিনিটেই ২-০ করে দেন ইয়েমেনের ফুটবলাররা। বিরতির ২৫ মিনিটের ভিতরে আরও দুই গোল। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে এডমিলসন সান্ত্বনা গোলে ১-৪ করেন মেহতাবের কর্নার থেকে। এ দিকে ইস্টবেঙ্গলে পাকা কথা হয়ে গেল লালরিমডিকা (চার্চিল), কেভিন লোবো (স্পোর্টিং), মননদীপ সিংহ (এয়ার ইন্ডিয়া), যশপাল সিংহ (পুণে), জগপ্রীত সিংহ (সালগাওকর)।
|
মে মাসের মধ্যেই নতুন জাতীয় কোচ আসছেন সুনীল-নবিদের জন্য। ডাচ কিংবা স্প্যানিশ। আজ ফেডারেশন সচিব কুশল দাস এ কথা জানিয়ে দিলেন। নতুন কোচের ব্যাপারে ফেডারেশন ইতিমধ্যেই তাদের স্পনসর রিলায়েন্স-আইএমজির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ফেডারেশনের হীরক জয়ন্তী বছরে জন্য কী বিশেষ কোনও অনুষ্ঠান হচ্ছে? সচিব বললেন, “হীরক জয়ন্তী বছরে আমরা এত অ্যাকাডেমি গড়ছি। সেটাই বা কী কম?” এই বছর খুব জাঁকজমক করে নেহরু কাপ করার ইচ্ছে রয়েছে এআইএফএফের। |
কোচিতে পৈলান অ্যারোজের কাছে ০-৩ গোলে হেরে আই লিগ থেকে নেমে গেল চিরাগ কেরল ইউনাইটেড। হ্যাটট্রিক করলেন মালয়ালী স্ট্রাইকার সাবিথ। এটাই ফেডারেশনের দলের প্রথম জয় লিগে। বাকি দুটি ম্যাচে জিতলেও চিরাগের বাঁচার রাস্তা থাকল না।
|
হেদুয়ায় চলছে জমজমাট সাবজুনিয়র ওয়াটারপোলো। বুধবার বৌবাজার ব্যায়্যম সমিতিকে ১৩ গোল দিয়ে জয় তুলে নিল ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন। অন্য খেলায় বিদ্যাসাগর কোচিংকে ৭-২ হারাল কলেজ স্কোয়ার সুইমিং। ক্যালকাটা-র সোমনাথ একাই দিয়েছে পাঁচটি গোল। টুর্নামেন্টের আয়োজক ক্যালকাটা ডিস্ট্রিক সুইমিং অ্যাসোসিয়েশন।
|
সিসিএফসি ক্লাবের ২২০-তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৭ এপ্রিল পঁচিশটি স্কুলের ক্রিকেটারদের হাতে ক্রিকেট কিট তুলে দেওয়া হবে। |