রাষ্ট্রপতি ভোটে প্রার্থী মনোনয়নের জন্য এ বার ইউপিএ-র শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করলেন সনিয়া গাঁধী। আজ সন্ধ্যায় এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি। কংগ্রেস সভানেত্রীর রাজনৈতিক সচিব আহমেদ পটেলও ছিলেন বৈঠকে।
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, সনিয়া এখনই কোনও প্রার্থীর নাম প্রস্তাব করেননি। তিনি চাইছেন শরিকরা কার কার নাম প্রস্তাব করছে, তা জেনে নিতে। তার পরে সব শরিক নেতাকে নিয়ে তিনি বৈঠক ডাকতে পারেন। কংগ্রেসের এক শীর্ষ নেতা আজ জানান, সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকের পরে সনিয়ার কাছে স্পষ্ট হয়ে যায়, এ বার এক জন সর্বসম্মত প্রার্থীই বাছতে হবে। সেই প্রক্রিয়াই শুরু করলেন তিনি। এনসিপি সূত্রের খবর, সনিয়াকে পওয়ার বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ‘ভারসাম্য’ রাখতে এ বার দক্ষিণ ভারতের কোনও নেতাকে প্রার্থী করা হোক। কারণ, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ উত্তর ভারতের নেতা।
বস্তুত, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সব রকম পরিস্থিতির জন্যই এখন তৈরি হচ্ছেন শরিক-বিরোধী দলের নেতারা। রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘরোয়া আলোচনায় ইতিমধ্যেই গোপালকৃষ্ণ গাঁধীর নাম তুলেছে তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে, গত কাল গোপালকৃষ্ণ গাঁধীর সঙ্গেই মধ্যাহ্নভোজ-বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আবার, ফারুক আবদুল্লার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সূত্রের খবর, ৪ মে মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন জয়ললিতা। তখন নবীন-নীতীশ কুমার-জয়ললিতাদের পৃথক বৈঠক হতে পারে। কেউ কেউ আবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়াকে প্রার্থী করারও প্রস্তাব দিচ্ছেন। |