স্বামীজির স্মৃতিধন্য বাড়ি সংরক্ষণ করার দাবি
শিলঙে স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য ভগ্নপ্রায় সুনামগঞ্জের জমিদার বাড়িটি ‘ঐতিহ্যশালী ভবন’-এর তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলল রামকৃষ্ণ মিশন। শিলং রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী অচ্যুতেশানন্দ মহারাজ বলেন, “১৯০১ সালে, স্বামী বিবেকানন্দ শিলং এসে ওই বাড়িটিতে ওঠেন। কিন্তু বাড়িটি সংরক্ষণের কোনও ব্যবস্থা হয়নি। বাড়িটি সংরক্ষণ করা হলে পশ্চিমবঙ্গ তথা ভারতের নানা অঞ্চল থেকে স্বামীজির ভক্তরা শিলঙে বাড়িটি দেখতে আসতে পারেন।”
স্যার হেনরি কটনের আমন্ত্রণে স্বামীজি ১৯০১ সালের এপ্রিল থেকে মে মাস অবধি শিলঙে ছিলেন। লাবান এলাকায় সুনামগঞ্জের জমিদারের বাড়িতে আতিথ্য নেন তিনি। মিশন কর্তৃপক্ষ এও জানান, শিলং এসে শারীরিক দিক থেকে সুস্থ বোধ করছিলেন বিবেকানন্দ।
শিলঙের সেই বাড়ি। নিজস্ব চিত্র
তিনি লিখে যান, মা যেমন শিশুকে সব কষ্ট থেকে আরাম দেন, তেমনই, শিলং তাঁকে আগলে রেখেছিল।
চলতি বছরে স্বামীজির শিলং আগমনের ১১১ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করছে রামকৃষ্ণ মিশন। তারই অঙ্গ হিসাবে, ২৭ এপ্রিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সংস্কৃতি কেন্দ্রে উদ্যোগ ও স্বনির্ভরতা কেন্দ্রগড়া হবে। একই দিনে, বিবেকানন্দ কেন্দ্রের প্ল্যাটিনাম জয়ন্তীও পালিত হবে। ওইদিন প্রত্যন্ত গ্রামগুলি থেকে বাছাই করা, ৬০০ দুঃস্থ ছেলেমেয়ের শিক্ষা ও খাবারের ভার নেবে মিশন। মিশনের ইচ্ছা, বিবেকানন্দের স্মৃতিধন্য বাড়িটিকে রাজ্য ঐতিহ্য ভবনের তালিকায় আনলে, মিশন নিজ উদ্যোগে বাড়িটি সংস্কারের ভার নেবে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মুকুল সাংমার কাছে স্মারকলিপিও দিচ্ছে রামকৃষ্ণ মিশন। তবে, বাড়ি ও জমিটি নিয়ে বর্তমানে আইনি বিবাদ চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.