|
|
|
|
পরের দফায় অটো, বাসের ভাড়াও |
ট্যাক্সির নৈশ-ভাড়া বাড়িয়ে ‘সমাধান’ রাজ্যের |
অত্রি মিত্র |
যাত্রী ভাড়া না-বাড়ালে যে রাস্তা থেকে বাস-অটো-ট্যাক্সি ধীরে ধীরে উঠে যাবে, তা বুঝে গণ পরিবহণের পরিষেবা-মূল্যবৃদ্ধির পথে হাঁটল রাজ্য সরকার। তবে সরাসরি নয়। ‘নৈশকালীন’ ভাড়া বাড়িয়ে ‘ঘুরপথে’ এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
রাতে ট্যাক্সির বাড়তি ভাড়া নেওয়ার সরকারি নির্দেশিকা জারি হয়েছে বুধবার। এ দিন রাতেই তা চালু হয়ে যাচ্ছে। পরিবহণ দফতরের খবর, অটোরও নৈশ-ভাড়া বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তা-ই নয়, রাতে চলাচলকারী বাসও যাতে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিতে পারে, সে ব্যাপারেও সরকারি কর্তারা আলোচনা সেরে ফেলেছেন।
বিধানসভা ভোটের আগে তৃণমূল নির্বাচনী ইস্তাহারে জানিয়েছিল, তারা বাস-সহ গণ পরিবহণের ভাড়াবৃদ্ধির বিরুদ্ধে। মানুষের উপরে ‘চাপ সৃষ্টি’ থেকে বিরত থাকাই যে তাঁদের নীতি, ক্ষমতায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার তা ঘোষণা করেছেন। কিন্তু এর মধ্যে ডিজেল ও অটোর জ্বালানি গ্যাসের দাম বেড়েছে কয়েক বার। আয়-ব্যয়ে ভারসাম্য রাখতে না-পেরে ইতিমধ্যে বেসরকারি বহু বাস বসে গিয়েছে, সরকারি বাসের অবস্থাও তথৈবচ। অটোচালকেরা ভাড়াবৃদ্ধি ও বেশি যাত্রী বহনের দাবিতে আন্দোলন করেছেন। ভাড়াবৃদ্ধির দাবি তুলেছেন ট্যাক্সি-মালিকেরাও।
এ হেন সঙ্কটের মুখে এত দিন পরিবহণ দফতর কোনও সুরাহা-সূত্র দিতে পারেনি। শেষ পর্যন্ত তাদের পথ দেখিয়েছে সরকারি দুধ-সংস্থা মাদার ডেয়ারি। কী সেই পথ?
রাজ্য দুধের দাম বাড়াতে না-দেওয়ায় মাদার ডেয়ারির লোকসানের বহর ক্রমশ বাড়ছিল। কর্তৃপক্ষ শেষে ‘ঘুরপথে’ দুধের দাম বাড়িয়ে দেন। ‘মা শক্তি’ ব্র্যান্ড-নামে বেশি দামের দুধ এনে আস্তে আস্তে কমানো হয় সস্তা দুধের উৎপাদন। এই পথেই লোকসানের বোঝা অনেকটা কাটিয়ে ওঠা গিয়েছে বলে সংস্থার দাবি।
এবং গণ পরিবহণের ক্ষেত্রে অনেকটা ‘মাদার ডেয়ারি’ মডেলেই সমাধানের ‘ফর্মুলা বার করেছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। যা অনুযায়ী, রাত সাড়ে দশটার পরে ট্যাক্সিতে উঠলে ১৫% অতিরিক্ত ভাড়া গুনতে হবে। এ দিন সংশ্লিষ্ট সরকারি নির্দেশনামাটি প্রকাশের পরে এক পরিবহণ-কর্তা বলেন, “রাতের ট্যাক্সির ভাড়া বাড়িয়ে কার্যত ঘুরপথে ভাড়াবৃদ্ধির রাস্তা খুলে দেওয়া হল। এর পরে অটোর পালা।” ওই কর্তার কথায়, “আপাতত রাতে অটোর ভাড়া বাড়ানোর কথা ভাবা হয়েছে। পরে ধাপে ধাপে রাতের বাসের কথাও ভাবা হবে।” যদিও পরিবহণমন্ত্রীর দাবি, “অটোর ভাড়া সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারের গড়ে দেওয়া কমিটি।”
নতুন নিয়মে নৈশ ট্যাক্সির ভাড়ার হিসেব হবে কী ভাবে?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: বর্তমানে সাধারণ ভাবে যে ভাড়া মেটাতে হয়, তার ১৫% বাড়তি দিতে হবে। অর্থাৎ, এখন দিনের বেলায় মিটারে ৪৯ টাকা উঠলে যাত্রীকে ১০০ টাকা ভাড়া মেটাতে হয়। রাতে তা হয়ে যাবে ১১৫ টাকা। বাড়তি ভাড়া কার্যকর হবে রাত সাড়ে দশটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত। বিজ্ঞপ্তি মোতাবেক, এ ক্ষেত্রে যাত্রীদের ট্যাক্সিতে ওঠার সময়টাই ধরা হবে। অর্থাৎ, রাত দশটায় কেউ ট্যাক্সিতে উঠে রাত এগারোটায় নামলে তাঁকে বাড়তি ভাড়া দিতে হবে না।
কিন্তু রাতের ট্যাক্সিভাড়ার তো আলাদা তালিকা হয়নি। যাত্রীরা বিভ্রান্ত হবেন না?
মদনবাবু বলছেন, “সব তো এক সঙ্গে করা সম্ভব নয়! আমরা দু’-এক দিনের মধ্যে রাতের জন্য পৃথক ভাড়ার তালিকা প্রকাশের ব্যবস্থা করব।” |
|
|
|
|
|