টুকরো খবর |
দেবলীনা আর অভিজ্ঞান জেল হেফাজতে |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রামে মাওবাদীদের গোপন বৈঠক সংক্রান্ত মামলার সূত্রে দু’দিনের পুলিশ হেফাজতের পর এ বার ১২ দিনের জেল হেফাজত হল দেবলীনা চক্রবর্তী, অভিজ্ঞান সরকারের। বুধবার তাঁদের হলদিয়া এসিজেএম আদালতে হাজির করা হয়। সরকারপক্ষের তরফে এ দিন আর পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়নি। অন্য কোনও মামলাতেও ওই দু’জনকে যুক্ত করা হয়নি। ধৃতদের আইনজীবী জামিনের আবেদন করেন। দু’পক্ষের সওয়ালের পর বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় দেবলীনা-অভিজ্ঞানকে ৭ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। গত ৮ এপ্রিল কলকাতার নোনাডাঙায় বস্তি উচ্ছেদ-বিরোধী আন্দোলন-মঞ্চ থেকে আরও কয়েক জনের সঙ্গেই ধরা হয় এই তরুণ-তরুণীকে। পরে মাওবাদী-সংস্রবের একাধিক মামলায় এই দু’জনকে যুক্ত করা হয়। নোনাডাঙা-মামলায় অন্যেরা ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। আজ, বৃহস্পতিবার দেবলীনা-অভিজ্ঞানের জামিনের আবেদনের শুনানি রয়েছে আলিপুর আদালতে।
|
বিমানবন্দর নিয়ে অজিত আশ্বাস দিলেন সুদীপকে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ হবে বলে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিলেন বিমানমন্ত্রী অজিত সিংহ। বিভিন্ন জটিলতায় বর্তমানে কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ মন্থর গতিতে চলছে। আজ অজিত সিংহের সঙ্গে এক বৈঠকে সুদীপবাবু ওই কাজ দ্রুত শেষ করার আর্জি জানান। পরে সুদীপবাবু বলেন, “জুলাই মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন অজিত সিংহ। তবে চলতি বছরের মধ্যে তা শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি।” যদিও বিমান মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিমান শিল্পে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করতেই এ দিন সুদীপবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অজিত সিংহ। কিন্তু তৃণমূল সূত্রের খবর, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে দলের আপত্তি থাকায় এ বিষয়টি নিয়ে সুদীপবাবু কোনও আলোচনা করতে চাননি।
|
ধর্ষণের চেষ্টা, যুবক পলাতক |
নিজস্ব সংবাদদাতা |
পাটুলি থানার গাঙ্গুলিবাগান এলাকায় ফুটপাথবাসী এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, এলাকারই একটি বাড়ি সংলগ্ন ফুটপাথে থাকেন ওই মহিলা। অভিযোগ, বাপি মজুমদার নামে স্থানীয় এক যুবক মঙ্গলবার রাতে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। দেখতে পেয়ে এলাকারই এক বাসিন্দা প্রতিবাদ করেন। বুধবার ওই মহিলাকে নিয়ে পাটুলি থানায় গিয়ে বাপির বিরুদ্ধে অভিযোগ লেখানোর ব্যবস্থা করেন তিনিই। পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ঘটনার পর থেকেই বাপি পলাতক। তার খোঁজ চলছে।
|
মিলল যুবকের দেহ |
প্রায় দু’দিন নিখোঁজ থাকার পরে গঙ্গা থেকে মিলল মানিকতলার বাসিন্দা অশেষ ঘোষের দেহ। পুলিশ জানায়, বুধবার দুপুরে চিৎপুর পাম্পিং স্টেশনের সামনে এক যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। উত্তর বন্দর থানার পুলিশ দেহটি উদ্ধার করে। অশেষের পরিজনরা থানায় গিয়ে দেহটি শনাক্ত করেন। পুলিশ জানায়, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান অশেষ। ওই রাতেই তাঁর মোটরবাইক ও মানিব্যাগ উদ্ধার হয়।
|
ছাত্র-মৃত্যুর তদন্ত |
যাদবপুরে কলেজ-ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করল পুলিশ। সোমবার বিকেলে প্রতীক সিকদার (১৮) নামে ওই ছাত্রকে যাদবপুর স্টেশনের কাছে রেললাইনের পাশ থেকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। এম আর বাঙুরে রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, লাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় পড়ে যান প্রতীক। তাঁর বাবা রঞ্জিত সিকদার যাদবপুর জিআরপি থানায় ছেলের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য অনুরোধ করেন। প্রাথমিক ভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছিল। কয়েক জন বন্ধুর সঙ্গে ওই দিন যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রতীককে দেখা গিয়েছিল বলে জেনেছে পুলিশ।
|
দু’টি আগুন |
শহরের দু’টি জায়গায় বুধবার আগুন লাগল। দমকল জানায়, দুপুর আড়াইটে নাগাদ বিধানসভা ভবন চত্বরে ভূগর্ভস্থ কেব্লে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন নেভায়। দুপুরেই রাজা এস সি মল্লিক রোডের একটি তিনতলা বাড়ির মিটার বক্সে আগুন লাগে। দু’টি ইঞ্জিন আগুন নেভায়। ওই বাড়িটিতে একটি পলিক্লিনিক আছে বলে দমকল জানায়। দমকলের অনুমান, দু’টি ক্ষেত্রেই শর্ট সার্কিটের ফলে আগুন লাগে।
|
পড়ে মৃত তরুণী |
বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। বুধবার, নিউ টাউনের অ্যাকশন এরিয়া তিন-এ। মৃতার নাম সোনিয়া সরকার (২৪)। পুলিশ জানায়, ভোরে বহুতলের নিরাপত্তারক্ষী আবাসনের সামনের চাতালে সোনিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সোনিয়া ওই বহুতলের ১৩ তলায় ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর পরিবারের লোকেরা থাকেন বেহালায়। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার জানান, সোনিয়া কী কাজ করতেন, কাদের সঙ্গে মিশতেন সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়না-তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত্যু |
মহাত্মা গাঁধী রোড ও নেতাজি সুভাষ রোডের মোড়ে পথ দুর্ঘটনায় বুধবার দুপুরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৬০) মৃত্যু হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তি শিয়ালদহগামী একটি বাস থেকে নামার সময়ে আচমকা পড়ে গিয়ে ওই বাসেরই চাকায় পিষ্ট হন। মেডিক্যালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গ্রেফতার হয়েছেন ওই বাসের চালক। বাসটিকেও আটক করা হয়েছে। |
|