|
|
|
|
পুষ্টির ঘাটতি বাড়ছে
সচ্ছল পরিবারেও,
উদ্বিগ্ন বিশেষজ্ঞেরা
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: পুরুলিয়া বা বাঁকুড়ার প্রত্যন্ত আদিবাসী এলাকার না-খেতে পাওয়া মানুষের থেকে আর্থ-সামাজিক দিক দিয়ে এঁদের অবস্থান শতহাত দূরে। এঁরা শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত বা বিত্তশালী পরিবারের শপিং মল, মাল্টিপ্লেক্সে যাওয়া শ্রেণি। অথচ, তাঁদের অনেকের শরীরে পুষ্টির ঘাটতি হতদরিদ্র মানুষদের তুলনায় খুব একটা কম নয়! আর তাঁদের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে উদ্বিগ্ন পুষ্টি-বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানেরা। |
|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অবশেষে এমআরআই পরিষেবা চালু হতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) এই যন্ত্র বসানো হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এপ্রিল মাসের শেষেই যাতে এমআরআই পরিষেবা চালু করা যায়, সেই চেষ্টা চলছে। এর ফলে রোগীদের বেসরকারি পরীক্ষাগারে ছুটতে হবে না। যে বেসরকারি সংস্থাটি এখানে এমআরআই যন্ত্র বসাচ্ছে, তার ‘গ্রোথ অ্যান্ড ডেভলপমেন্ট’ বিভাগের জেনারেল ম্যানেজার সুভাংশু রায়ের দাবি, “১.৫ তেসলা ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক এমআরআই যন্ত্র বসানো হবে এই হাসপাতালে।’’ |
পিপিপি মডেলে
এমআরআই চালু হতে
চলেছে মেডিক্যালে |
|
সক্রিয় কিডনি কেনার চক্র, প্রচারে বিধায়ক |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|