টুকরো খবর
চিকিৎসায় ত্রুটি, ফের প্রসূতি মৃত্যুর নালিশ মেডিক্যাল কলেজে
ফের চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতার নাম সাবিনা বিবি (২১)। বাড়ি কেশপুর থানা এলাকার মহিষদার দিউটি গ্রামে। শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এরপরই মৃতার পরিজনেরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই এই মৃত্যু। প্রসূতিকে ঠিক ভাবে দেখভাল করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিলে পরিস্থিতি আয়ত্তে আসে। চলতি মাসে এ রকম আরও দু’টি অভিযোগ উঠেছে মেডিক্যাল চত্বরে। হাসপাতাল সূত্রে খবর, গত শুক্রবার এখানে ভর্তি হন সাবিনা। শনিবার দুপুরে তিনি পুত্রসন্তানের জন্ম হয়। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। তিনি পরিজনদের সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু বিকেলের পর দ্রুত অবস্থার অবনতি হতে থাকে। অভিযোগ, এই সময় প্রসূতির বাড়ির লোক বিষয়টি কর্তব্যরত নার্সদের নজরে আনলেও তা গুরুত্ব দেওয়া হয়নি। মৃতার স্বামী শেখ আতাবুল রহমান বলেন, “চিকিৎসার গাফিলতির জন্যই এই মৃত্যু। যখনই ওঁরা শারীরিক অবস্থার অবনতি হয়, তখনই বিষয়টি কর্তব্যরত নার্সদের নজরে আনি। চিকিৎসক ডাকতে বলি। কিন্তু আমার কথা গুরুত্বই দেওয়া হয়নি।” সন্ধ্যায় প্রসূতির মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন পরিবারের লোকজন। হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ আসে। রাতে লিখিত অভিযোগও জানানো হয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সচেতনতা শিবিরে প্রস্টেট ক্যানসার
প্রস্টেট ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে রবিবার মেদিনীপুর শহরে হল সচেতনতা শিবির। বিশেষজ্ঞ চিকিৎসক অমিত ঘোষ জানালেন, উপযুক্ত সময়ে ধরা পড়লে এই রোগ সহজেই সারানো যায়। অস্ত্রোপচারও হয় যন্ত্রণাহীন। চিকিৎসকের মতে, এই ধরনের রোগ দেখা দেয় পঞ্চাশোর্ধ পুরুষদের। বুঝতে-বুঝতে হয়তো ৬০-৬৫ বছর লেগে যায়। অস্ত্রোপচার নিয়ে মানুষের মধ্যে ভীতিও রয়েছে। অমিতবাবুর কথায়, “৬৫ বছরের বেশি বয়সী অর্ধেক মানুষের মৃত্যু হয় প্রস্টেট ক্যানসার থেকেই। এটাই দেশের দ্বিতীয় মারণ রোগ।” সময়ে রোগের চিকিৎসা না করালে কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এ ছাড়াও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে একেবারে ‘অচল’ করে দিতে পারে এই অসুখ। তাই বয়স্করা যাতে এই ধরনের রোগকে এড়িয়ে না গিয়ে সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক বা উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান সেই পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্য জুড়েই বছরভর এই সচেতনতা শিবির চলবে। এ দিনের শিবিরের উদ্যোক্তা ছিলেন কলকাতার অ্যাপোলো গ্রিনিগ্যালস হাসপাতাল। অমিতবাবুর কথায়, “এই দেশেও রোগটি নিয়ে ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। প্রত্যন্ত এলাকায় সচেতনতা বাড়াতে জেলায়-জেলায় শিবির করছি।”

হাবরায় স্মার্ট কার্ড
ছবি: শান্তনু হালদার।
কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পে বিপিএল তালিকাভুক্তদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে রবিবার থেকে হাবরায় স্মার্ট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হাবরায় ১২ হাজার বিপিএল পরিবারকে এই স্মার্ট কার্ড দেওয়া হবে। এ দিন ৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে সেই উদ্দেশ্যে গ্রাহকদের ছবি তোলা হয়। উদ্বোধন করেন হাবরা পুরসভার চেয়ারম্যান তপতী দত্ত। কার্ডধারীরা ৩০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন এই প্রকল্পে।

জলছবি
এ ভাবেই আর্সেনিক মুক্ত পানীয় জল সংগ্রহ করতে
হয় বসিরহাটের সংগ্রামপুরে ছবি তুলেছেন নির্মল বসু।

আর্সেনিক মুক্ত পানীয় জল সংগ্রহ বনগাঁর
নেতাজিনগরে। ছবি তুলেছেন পার্থসারথি নন্দী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.