টুকরো খবর |
বিষ খাইয়ে খুন, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বিবাদে জেরে বধূকে জোর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগে স্বামী-সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহে হরিশ্চন্দ্রপুরের বাসুদেবপুরে মঙ্গলবার ওই ঘটনার পর বুধবার পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। মৃতার নাম মেমজান বিবি (৩০)। ধৃতরা হল স্বামী রফিকুল ইসলাম, শাশুড়ি বাদোরা বিবি ও এক আত্মীয়া জাহানারা বিবি। ১০ বছর আগে হরিশ্চন্দ্রপুরেই বালাপাথারের মেমজানের বিয়ে হয় পেশায় কৃষক রফিকুলের সঙ্গে। তাদের এক ছেলে দুই মেয়েও রয়েছে। বেশ কিছুদিন ধরেই নানা কারনে মেমজান বিবির উপর শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার চালাত বলে অভিযোগ। মৃতার পরিবারের অভিযোগ, মঙ্গলবার মারধরের পরে জোর করে শ্বশুরবাড়ির লোকেরা তার মুখে বিষ ঢেলে দেয়। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। এ দিকে রতুয়ার খাসমহল এলাকায় বধূকে শ্বাসরোধ করে পৃথক একটি খুনের ঘটনায় স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ওই ঘটনাটি ঘটে। বধূ রিজওয়ানা বিবিকে (৩৮) শ্বাসরোধ করে খুন করা হয় বলে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের নামে অভিযোগ ওঠে। |
হাসপাতালে বসে পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
কোলে সন্তান নিয়ে পরীক্ষা দিচ্ছে ইসলামপুর থানার শিবনগর কলোনির বাসিন্দা গুলবানু বেগম। ইসলামপুর ভদ্রকালী স্কুলের ছাত্রী গুলবানু। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে মাটিকুণ্ডা স্কুলে। মঙ্গলবার ওই ছাত্রী ইসলামপুর হাসপাতালে শিশু কন্যার জন্ম দেয়। তার পরে বুধবার হাসপাতালে বসেই পরীক্ষা দেয় সে। আগের পরীক্ষাগুলি সে মাটিকুণ্ডা স্কুল থেকেই দিয়েছে। গুলবানুর স্বামী মুসা আলম পেশায় কৃষক। তাই পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় গুলবানু। সেজন্য এ বছরটা কোনও মতেই নষ্ট করতে চায়নি সে। পরীক্ষা দেওয়ার জন্য জেদ করলে পরিবারের লোকেরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এর পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরীক্ষার ব্যবস্থা করে দেন। ইসলামপুর হাসপাতালের চিকিৎসক অশোক কুমার সিংহ বলেন, “ওই মেয়েটির পরীক্ষা দিতে যাতে কোনও সমস্যা না হয় তা দেখা হচ্ছে। তাঁর শিশুকন্যা জন্মানের পরে কান্নাকাটি না করায় হাসপাতালে প্রথমে সিক নিউ বর্ন ইউনিটে ভর্তি রাখা হয়। পরে অবশ্য শিশুটির শারীরিক পরিস্থিতির উন্নতি হয়। |
৫টি পাকা রাস্তা
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ২০১২-১৩ আর্থিক বছরে ৫টি নতুন রাস্তা হচ্ছে হরিশ্চন্দ্রপুরে। বুধবার বিধানসভার অধিবেশনে বিধায়কের প্রশ্নের উত্তরে লিখিত ভাবে ওই তথ্য জানান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। ৫টি রাস্তার মধ্যে ২১ কিলেমিটার দীর্ঘ রাস্তাটি হচ্ছে তুলসিহাটা থেকে মোবারকপুর পর্যন্ত। বাকি রাস্তাগুলির মধ্যে রয়েছে মিশ্রপাড়া থেকে মালসাবাদ ১০ কিমি, খোকামোড় থেকে সিলামপুর ১১.৫ কিমি, মহন্তপুর-তালগাছি ১৪ কিমি এবং ভিঙ্গোল-বটতলা পর্যন্ত দুই কিমি। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমূল হোসেন বলেন, “আগামী আর্থিক বছরে কাজ শুরু হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন।” |
২টি অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বুধবার দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইসলামপুরে। এদিন ভোরে চোপড়া থানার কলাগছে বাড়িতেই বিষ খায় মিঠুন দেবনাথ (২৭) নামে এক যুবক। ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানেই ওই যুবকের মৃত্যু হয়। এদিন দুপুরে ইসলামপুর থানার গোয়ালগছের বাসিন্দা খইরুল হক (২৪) বাড়িতেই বিষ খান। ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |
ঠোঙায় সহজপাঠ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মালদহ জেলার বিভিন্ন জায়গায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ পাঠ’ এখনও হাতে পায়নি। অথচ দেখা যাচ্ছে ওই বই ঠোঙা হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজারে। বুধবার বিধানসভায় উল্লেখ পর্বে সিপিএম বিধায়ক ইনসার আলি বিশ্বাস বলেন, যে দোকানদার সহজপাঠ দিয়ে ঠোঙা করেছেন তিনি জানান, একটি গুদাম থেকে কিলো ১০ টাকা দরে তিনি ৫ কিলোগ্রাম সহজপাঠ কিনেছেন। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ভিনরাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের ভালুকাবাজার এলাকার এক শ্রমিকের। বুধবার ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই শ্রমিকের নাম শেখ রফিকুল (২০)। সম্প্রতি ভালুকাবাজার থেকে ওড়িশার কটকে মোবাইল ফোনের টাওয়ার তৈরির কাজ করতে যান ২১ জন শ্রমিক। মঙ্গলবার বাসে চড়ে কাজে যাওয়ার সময় লরির সঙ্গে সংঘর্ষে মারা যান রফিকুল। |
ট্রাক্টর উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় আরও এক ব্যক্তিু জখম হন। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত ব্যক্তির নাম জুলুর রহমান (৩৫)। বাড়ি ইসলামপুর থানার বইরটোলা এলাকায়। রাতে ট্রাক্টর করে মাটি ফেলে ফেরার পথে মাটিকুন্ডা সংলগ্ন এলাকায় ট্রাক্টরটি উল্টে যায়। |
শাড়ি জড়িয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
যন্ত্রচালিত ভ্যানের চাকায় শাড়ি জড়িয়ে সেটির চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মালদহের চাঁচলের বত্রিশকোলায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। মৃতার নাম উমা থোকদার (৩৮)। বাড়ি ইটাহারের বহিরগাছি এলাকায়। সামসিতে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। |
|