|
|
|
|
মাসুল বাড়তেই বকেয়া ডিএ বিদ্যুৎকর্মীদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জুলাই থেকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাকি। প্রথমে সরকারি বিদ্যুৎকর্মীদের সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রের খবর, মঙ্গলবার বকেয়া ৭% ডিএ মেটানোর ব্যাপারে নির্দেশ জারি করা হয়েছে। এক বিদ্যুৎকর্তা জানান, মার্চের মহার্ঘ ভাতা ওই মাসের বেতনের সঙ্গেই দেওয়া হবে। আর গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসের বকেয়া টাকা দুই কিস্তিতে দেওয়া হবে বেতনের সঙ্গে।
রাজ্যের কোষাগারে টানাটানির জন্য কর্মীদের বকেয়া পাওনা দিতে পারছে না অর্থ দফতর। এই অবস্থায় বিদ্যুৎকর্মীদের বকেয়া ডিএ-র সুরাহা হলেও রাজ্য সরকারের অন্য কর্মীদের বকেয়া ১৩ শতাংশ মহার্ঘ ভাতার কী হবে, তা অনিশ্চিত। বিভিন্ন সূত্রের খবর, কেন্দ্র শীঘ্রই আরও এক দফা মহার্ঘ ভাতার কথা ঘোষণা করতে চলেছে। এর জেরে রাজ্যকেও মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। তখন রাজ্যের অন্যান্য দফতরের কর্মীদের প্রাপ্য ডিএ ১৩ শতাংশ ছাড়িয়ে যাবে।
বিদ্যুৎ ক্ষেত্রের ছবিটা অবশ্য এখন অন্য রকম। এর মধ্যে বিদ্যুতের মাসুল না-বাড়ায় সরকারি বিদ্যুৎ সংস্থাগুলির কোষাগারেও টানাটানি শুরু হয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সংস্থা চালানোর জন্য ব্যাঙ্ক থেকে ঋ
ণও পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি তিন দফায় মাসুল বৃদ্ধির ফলে আর্থিক দিক থেকে সরকারি বিদ্যুৎ সংস্থাগুলি এখন অনেকটাই স্বস্তিতে। সেই কারণেই কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে বলে জানান এক বিদ্যুৎকর্তা।
সরকারি বিদ্যুৎ সংস্থাগুলি রাজ্যের অধীন হলেও খাতায়-কলমে তারা স্বশাসিত সংস্থা। কর্মীদের বেতন বা অন্যান্য পাওনা মেটানোর ব্যাপারে রাজ্যের কোনও দায় নেই বলে সংস্থা-কর্তৃপক্ষ নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারেন। সেই কারণে সংস্থাগুলির আয় বাড়তেই কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |
|
|
|
|
|